আমাদের সম্পর্কে
‘ ফার্মা বাংলা ’ ফার্মেসী বিষয়ক প্রথম বাংলা ভাষার ওয়েবসাইট । বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের সামনে বাংলা ভাষায় ফার্মেসী বিষয়ক কার্যক্রম ও ঔষধের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি , সেই সাথে ফার্মেসী সংশ্লিষ্টদের( শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, ফার্মাসিস্ট ) কার্যক্রম , চিন্তা ভাবনা , মতামত ইত্যাদি লেখালেখি ও ছবির মাধ্যমে তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছে ফার্মা বাংলা ।
শুরুর কথা
ফার্মেসী ও ওষুধ বিষয়ক লেখালেখি প্রকাশের উদ্দেশ্য নিয়ে ফার্মা বাংলার যাত্রা শুরু ।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগে পড়ুয়া আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে একটি দক্ষ টিম কাজ করছে । প্রাথমিক সংস্করনে( বিটা ভার্সন) সাইটটির কাজ চলছে।
ফার্মা বাংলা পড়ুন, ফার্মা বাংলা’য় লিখুন, ছবি পাঠান, সদস্য হোন বিনামূল্যে। সাইট টি কে আরও উন্নত, আধুনিক ও গ্রহণযোগ্য করতে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। আপনাদের ভাল লাগলে তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে।
আমাদের সাথে যোগাযোগের জন্য এখানে ভিজিট করুন।