নীতিমালা
ফার্মা বাংলা ওয়েবসাইটটি ব্যবহারের জন্য আমাদের নিজস্ব নীতিমালা রয়েছে। এ ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন , মন্তব্য ও অন্য যেকোন কার্যক্রমের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
ঔষধ ও স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট এর উদ্দেশ্য
ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে আমাদের ফার্মা বাংলা প্রকৃত অর্থে কোন ধরণের স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্ত প্রদান করে না। আমাদের ওয়েবসাইটে ঔষধ ও স্বাস্থ্যবিষয়ক টেক্সট, গ্রাফিক্স, ছবি ও অন্যান্য কনটেন্টের উদ্দেশ্য শুধুমাত্র সকলকে ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন করা। এই সমস্ত কন্টেন্ট কোন অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ, টেস্টের ফলাফল বা কোনো চিকিৎসা পদ্ধতির বিকল্প নয়। স্বাস্থ্যবিষয়ক যে কোনো সমস্যা হলে অবশ্যই অনুমোদিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। ব্যবহারকারীদের প্রতি অনুরোধ থাকবে- আপনারা ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য শুধু মাত্র মৌলিক ধারনা হিসেবে ব্যবহার করবেন কিন্তু কোনভাবেই তা আপনার প্রকৃত চিকিৎসা হিসেবে নয় । আপনার ব্যাক্তিগত ঔষধ, টেস্ট, পণ্য, চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা নেয়ার পূর্বে অবশ্যই এবং অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও ফার্মাসিস্টের পরামর্শ নিবেন।
কনটেন্ট এর সীমাবদ্ধতা
আমাদের ওয়েবসাইট সরাসরি কোনো নির্দিষ্ট ঔষধ, টেস্ট, পণ্য, চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা দিয়ে থাকে না ।শুধু মাত্র মৌলিক ধারনা দিয়ে থাকে , কোন ঔষধ, টেস্ট, পণ্য, চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা নেয়ার পূর্বে অবশ্যই এবং অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পেশাজীবীর পরামর্শ নিবেন। ওয়েবসাইটে প্রাপ্ত ও ওয়েবসাইটের অন্য কোনো ব্যবহারকারীর প্রদানকৃত তথ্যের উপর আপনি সম্পূর্ণ নির্ভরশীল হলে তার দায়ভার সম্পূর্ণরূপে আপনার। মনে রাখবেন যে ফার্মা বাংলা ওয়েবসাইটে দেওয়া তথ্য ফার্মাসিস্ট, চিকিৎসকদের/স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ সাধারণ চিকিৎসা বিষয়ক তথ্যের প্রতিরূপ , প্রকৃত অর্থে আপনার স্বাস্থ্য পরামর্শ নয়।
ওয়েবসাইটের যৌনতা বিষয়ক কিছু কনটেন্ট আপনার কাছে আপত্তিকর মনে হতে পারে। মূলত যৌনতা সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সঠিকভাবে ব্যাখ্যা করার স্বার্থে এই কনটেন্টগুলি ব্যবহৃত হয়েছে। কনটেন্টগুলি আপনার কাছে আপত্তিকর মনে হলে আপনাকে উক্ত কনটেন্ট সম্পর্কে আমাদের জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
ভাষাগত নির্দেশনা ও সীমাবদ্ধতা
ফার্মেসি ও স্বাস্থ্য বিষয়ক তথ্য ও গবেষণার বেশিরভাগ অংশই ইংরেজি ও অন্যান্য ভাষায়। কন্টেন্ট নির্মাণের সময় প্রয়োজনীয় তথ্য অন্যান্য ভাষায় হওয়ায় কিছু ক্ষেত্রে তা সম্পূর্ণ বাংলা অনুবাদ সম্ভব নাও হতে পারে বা কিছু ক্ষেত্রে সে ভাষা থেকে অনুবাদের ফলে ভাষাগত মাধুর্যতা হারিয়ে ফেলতে পারে অথবা কিছু ক্ষেত্রে বাংলায় অনুবাদ বাহুল্য হতে পারে , এসব ক্ষেত্রে মূলভাষা কে প্রাধান্য দিয়ে কন্টেন্ট নির্মাণ করা হয়ে থাকে ।
কন্টেন্টের উৎস
তথ্যের নির্ভরযোগ্য ও গ্রহনযোগ্যতা নিশ্চিতকরনের বিষয়ে ফার্মাবাংলা সবসময় প্রতিশ্রুতিশীল। কন্টেন্ট নির্মানের সময় বিষয়টি বিশেষ বিবেচনায় নেয়া হয়। ফার্মাবাংলায় ব্যবহৃত কন্টেন্ট গুলো নির্মানের সময় বিভিন্ন বিখ্যাত জার্নাল, বই, পত্রিকা, এনসাক্লোপিডিয়া ও ফার্মেসি ও স্বাস্থ্যসেবা বিষয়ক নির্ভরযোগ্য জাতীয় ও আন্তর্জাতিক সাইট থেকে মূল তথ্য সংগ্রহ করে থাকে।
রেজিস্ট্রেশন বিষয়ক নীতি
১. ফার্মা বাংলা ওয়েবসাইটের সদস্য হিসাবে যোগদানের জন্য রেজিস্ট্রেশন আবশ্যক।
২. রেজিস্ট্রেশনের সময় সদস্য পরিচয় (Username) ও পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনি আসল নাম বা নিজের পছন্দের কোন নাম ব্যবহার করতে পারেন। তবে ইতোমধ্যে রেজিস্টার্ড কোন সদস্যের সদস্য পরিচয় পুনর্নির্বাচন করা যাবে না।
পাসওয়ার্ড নির্বাচনে সতর্কতা অবলম্বন করুন। দুর্বল পাসওয়ার্ডের জন্য আপনার অ্যাকাউন্টের কোন ক্ষতি হলে তার দায় ফার্মা বাংলা বহন করবে না।
৩. ব্যক্তিগত প্রোফাইলে আপনি কোন ধরনের তথ্য রাখতে চান, তা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে সিদ্ধান্ত নেবার আগে আমাদের ওয়েবসাইটের গোপনীয়তা নীতি পড়ার অনুরোধ জানানো হলো। ব্যক্তিগত প্রোফাইল সম্পর্কিত যেকোন তথ্যের জন্য উক্ত নীতি অনুসরণ করা হবে।
৪. ফার্মা বাংলা’র একজন রেজিস্টার্ড সদস্য হিসাবে সার্ভিস সংক্রান্ত ইমেইল পেতে আপনার অসম্মতি নেই বলে ধরে নেয়া হবে। উল্লেখ্য যে, ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ কোন আপডেট ছাড়া এ ধরনের ইমেইল পাঠানো হবে না।
৫. আমাদের কোন কুইজে অংশগ্রহণ করতে বাধা নেই আপনার। তবে কোন প্রকার স্প্যামিংয়ের উদ্দেশ্য নিয়ে এ ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। এমন উদ্দেশ্য পাওয়া গেলে সাথে সাথে ঐ সদস্যের রেজিস্ট্রেশন বাতিল করা হবে ও তার জন্য ভবিষ্যতে এ ওয়েবসাইট ব্যবহার করার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।
ওয়েবসাইট কমিউনিটি বিষয়ক নীতি
১. ফার্মা বাংলা তে প্রকাশিত মন্তব্যের কপিরাইট ও দায় সম্পূর্ণরূপে মন্তব্যদাতার। প্রকাশিত মন্তব্যকে সংশ্লিষ্ট মন্তব্যদাতার ব্যক্তিগত মতামত বলে বিবেচনা করা হবে।
২. বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে এমন কোন কন্টেন্ট (মন্তব্য, ছবি ও লিংক) ওয়েবসাইটে পোস্ট করা যাবে না।
৩. কোন ধর্ম, জাতি ও গোষ্ঠীর প্রতি আক্রমণাত্মক/অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্যের কারণে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা আইনগত জটিলতা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় মন্তব্যদাতাকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
৪. ওয়েবসাইটের অন্য সদস্যদের প্রতি আক্রমণাত্মক/অবমাননাকর/লিঙ্গবাদী/বর্ণবাদী কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন। এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া গেলে সে মন্তব্য ফার্মা বাংলা থেকে সরিয়ে ফেলা হবে। একই ব্যক্তির বিরুদ্ধে একবারের বেশি অভিযোগ পাওয়া গেলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে। রেজিস্ট্রেশনবিহীন মন্তব্যদাতার ক্ষেত্রে ভবিষ্যতে মন্তব্য করার সুযোগ বাতিল করার ব্যবস্থা নেয়া হবে।
৫. ওয়েবসাইটের কোন সদস্যকে কোন প্রকার হুমকি, অপমান, গালাগালি বা ভয়-দেখানো থেকে বিরত থাকুন।
৬. ওয়েবসাইটের কোন সদস্য সম্পর্কিত তথ্য ব্যবহার করতে চাইলে সে সদস্যের অনুমতি সাপেক্ষে করতে হবে।
৭. ওয়েবসাইটের সদস্যদের সম্পর্কে মিথ্যা প্রচারণা করা থেকে বিরত থাকুন।
৮. মত প্রকাশের স্বাধীনতার প্রতি ফার্মা বাংলা শ্রদ্ধাশীল। কিন্তু আপনার সব মতের সাথে ওয়েবসাইটের অন্য সদস্যরা একমত হবেন – এমন ধারণা পোষণ না করা বাঞ্ছনীয়।
৯. ওয়েবসাইটের অন্যান্য সদস্যের মতামতের প্রতি সহনশীল থাকুন। এমন কিছু পোস্ট করবেন না যা কোন রাজনৈতিক মতাদর্শকে সমর্থন বা হেয় করে।
১০. ব্যক্তিগত মূল্যবোধের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। মন্তব্য করার সময় এ বিষয়ে খেয়াল রাখুন।
১১. ফার্মা বাংলা কঠোরভাবে কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে। তাই কপিরাইট লঙ্ঘন করে এমন কোন কন্টেন্ট (মন্তব্য ও লিংক) ওয়েবসাইটে পোস্ট করা যাবে না। এ ক্ষেত্রে আইনগত জটিলতা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় মন্তব্যদাতাকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
১২. নিজস্ব প্রয়োজনে এ ওয়েবসাইট ব্যবহার করুন। মন্তব্যের মাধ্যমে স্প্যামিং বা ব্যক্তিগত বিজ্ঞাপনের প্রচার গ্রহণযোগ্য নয়। তবে বিজ্ঞাপন যদি কুইজ বিষয়ক হয়ে থাকে তাহলে ফার্মা বাংলা’র সাথে যোগাযোগ করুন। সাধারণ জ্ঞান চর্চার জন্য অনুপ্রেরণাদায়ক যেকোন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
অন্যান্য সংযোগ
ফার্মা বাংলা’র মালিকানা ব্যতিত কিংবা ফার্মা বাংলা’র সাথে আনুষ্ঠানিক ভাবে সম্পৃক্ত নয় এমন কিছু ওয়েবসাইটের ঠিকানা আমাদের সাইটে পাওয়া যেতে পারে। ঐ সকল সাইটের বিষয়বস্তু কিংবা গোপনীয়তার ব্যপারে ফার্মা বাংলা কোন দায়ভার গ্রহণ করবে না। ঐ সকল ওয়েবসাইটকে আমরা মূল্যায়ন কিংবা যাচাই বাছাই করি না। ফার্মা বাংলা www.pharmabangla.com বাদ দিয়ে অন্য কোন সাইটে প্রবেশ করার দায়িত্ব ব্যবহারকারীর নিজের।
ফার্মা বাংলা তে আপনার প্রদানকৃত তথ্য সমূহ
ফার্মা বাংলা’র লক্ষ্য ও উদ্দেশ্য সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং আপনার সাথে কার্যকর উপায়ে যোগাযোগ করার জন্য আমরা আপনার কাছে আপনার ব্যক্তিগত তথ্য চাইতে পারি। ফার্মা বাংলা’র কাজের সাথে সম্পৃক্ত নয় এমন কোন সংস্থার কাছে আমাদের ওয়েবসাইটে আপনার স্বেচ্ছায় প্রদত্ত তথ্য তথা আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেইলের ঠিকানার মত স্পর্শকাতর তথ্য ফার্মা বাংলা বিক্রয় অথবা কোন প্রকার আদান প্রদান করবে না। আমরা শুধুমাত্র নিম্নোক্ত পরিস্থিতিতে আপনার তথ্য অন্যদের কাছে প্রকাশ করতে পারি,
ক) আইনি প্রক্রিয়ার স্বার্থে কিংবা আদালত কর্তৃক আমাদের কাছে তথ্য চাওয়া হলে। খ) যদি তথ্য প্রকাশে আপনার অনুমতি থাকে।
‘কুকি’র ব্যবহার
আমাদের ওয়েবসাইট ফার্মা বাংলা ঘুরে দেখার অভিজ্ঞতাকে ভালো করতে আমাদের সাইটে ‘কুকি’ ব্যবহার করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে আপনার প্রথম ভ্রমণে আপনার কম্পিউটারের ‘কুকি’ গুলো গ্রহণ করা বা না করার জন্য আমাদের সাইটে ‘কুকি’ ব্যবস্থাপনার কিছু পদ্ধতি রাখা হয়েছে। ‘কুকি’ হল ওয়েবসাইট ব্যবহার এবং আপনার সাথে যোগাযোগ করার তথ্য সমূহ আপনার কম্পিউটারে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত কিছু ছোট ফাইল। আপনি যদি এই তথ্যগুলো সংরক্ষণ করতে না চান তবে আপনার ইন্টারনেট ব্রাউজারের নিরাপত্তা মূলক ব্যবস্থা থেকে ‘কুকি’ বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করার জন্য পরামর্শ দেয়া হল। বিশেষ ভাবে বলা যাচ্ছে যে এই ‘কুকি’ গুলো আপনার কম্পিউটারের তথ্য অথবা অন্য কোন ‘কুকি’ দেখতে পারে না।
এছাড়াও আমাদের ওয়েবসাইটে দর্শনার্থীদের ব্যবহার মূল্যায়নের জন্য আমরা সফটওয়ার ব্যবহার করেছি। এই সফটওয়ারটি গুগল এনালিটিক্স কর্তৃক প্রদত্ত যা দর্শনার্থীদের ব্যবহার মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। এই ব্যপারে বিস্তারিত জানার জন্য Google Analytics terms of use এবং Google’s privacy practices ঘুরে আসার জন্য অনুরোধ করছি।
প্রয়োজন সাপেক্ষে উপরিউক্ত ‘নীতিমালা’ যেকোন সময় পরিবর্তন ও প্রয়োগ করার অধিকার সংরক্ষণ করে ফার্মা বাংলা।
এ ‘নীতিমালা’ অনুসরণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
নতুন কিছু জানতে ও জানাতে ফার্মা বাংলা সাথেই থাকুন।
কন্টেন্ট ম্যানেজমেন্ট টিম,
ফার্মা বাংলা।