ফার্মাসিস্টদের অবদান কেন সংবাদের শিরোনাম হয়না ? 

তানভীর আহমেদ রাসেল

0

‌নোবেল করোনা ভাইরাসের হানায় নিস্তব্ধ গোটা বিশ্ব। এক অঘোষিত ছুটিতে পুরো দুনিয়া। লাশের মিছিলে ভারী হচ্ছে বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত। জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্মকর্তারা। তাঁদের কাজকে উৎসাহিত করতে প্রশংসায় পঞ্চমুখ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের গণমাধ্যমগুলো। সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে যা সত্যিই প্রশংসনীয়।

কিন্তু ভিন্ন চিত্র ফার্মাসিস্টদের ক্ষেত্রে যারা কিনা পর্দার অন্তরালে থেকে স্বাস্থ্যসেবার অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে যাচ্ছে। এই ফার্মাসিস্টরা একটি গাড়িতে ৮-১০ জন করে সকাল ৭ টায় প্ল্যান্টে গিয়ে রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ডাক্তারদের প্রেসক্রাইব করা ওষুধগুলো পরম মমতায় তৈরী করে যাচ্ছেন। লাকডাউন থাকা সত্ত্বেও করোনার ঝুঁকি নিয়ে দেশের ওষুধের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে। হাসপাতাল গুলোতে চিকিৎসকের সংকট থাকলে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো নেই ফার্মাসিস্ট সংকট। অথচ এসব ফার্মাসিস্টরা প্রণোদনা তো দূরে থাক,নূন্যতম স্বীকৃতটুকু পাচ্ছেনা সরকারের দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি, গণমাধ্যম কিংবা জনসাধারণ থেকে। এটাই কি তাদের প্রাপ্য ছিল?

লেখক : শিক্ষার্থী, ফার্মেসী বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

মতামত দিন
Loading...