করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে আপনার কি করা উচিত?

করোনা ভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস – যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি। সারাবিশ্বে  ১৫০টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস, বিশ্বব্যাপী ব্যাপক প্রাণহানি হয়েছে ।

ভাইরাসটির আরেক নাম ২০১৯ – এনসিওভি বা নভেল করোনাভাইরাস। এটি এক ধরণের করোনাভাইরাস। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে সাতটি। চলুন জেনে নেই

করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে কি করবেন?

  • সংস্পর্শে আসার দিন থেকে ১৪ দিন পর্যন্ত আলাদা একটি কক্ষে অবস্থান করুন ও সবসময় মাস্ক পরিধান করুন
  • জরুরী কাজ ব্যতিত বাড়ীর বাইরে যাওয়া হতে বিরত থাকুন। জরুরী কাজে বাইরে গলে মাস্ক পরিধান করুন
  • সুস্থ ব্যক্তিদের থেকে অন্তত ১ মিটার (৩ ফিট) দূরত্ব বজায় রাখুন
  • এই ১৪ দিনের মধ্যে লাক্ষন দেখা দিলে রোগতত্ত্ব, রোগ নযি়ন্ত্রণ ও গবষেণা ইনস্টটিউিট এ হটলাইনে যোগাযোগ করুন ও আপনার অফিসে জানিয়ে দিন
  • ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা না দিলে  স্বাভাবিক জীবন যাপনে ফেরত যেতে পারবেন
  • ব্যবহার করা কাপড়চোপড় ভাল করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন এবং আসবাবপত্র জীবাণুনাশক দিয়ে পরিস্কার করুন

 

আরও পড়ুনঃ

করোনা এড়াতে অফিস ও গাড়িতে কি কি করনীয় ?

কার্যকরভাবে হাত ধোয়ার পদ্ধতি

কভিড-১৯করোনাকরোনা ভাইরাস
Comments (০)
Add Comment