বীকন সিফালোস্পোরিন প্ল্যান্টের যাত্রা শুরু

উচ্চমানসম্পন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির লক্ষ্যে বিকন গ্রুপ ময়মনসিংহের ভালুকায় একটি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সেফালোস্পোরিন ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করেছে।

৬৯ হাজার বর্গফুট স্থান নিয়ে লোকাল ও গ্লোবাল রেগুলেটরি নির্দেশিকা অনুসরণ করে বিকন সেফালোস্পোরিন প্লান্ট যাত্রা শুরু করেছে। গতকাল বিকন সেফালোস্পোরিন প্লান্টের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এম পি ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

এতে বর্তমান সময়ে সেফালোস্পোরিন প্ল্যান্টের প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি মোহাম্মদ এবাদুল করিম এমপি।

তিনি বলেন, ইতিমধ্যে বিকন ৭৫টি কেমোথেরাপিউটিক ওষুধ, ২০টি বায়োটিক ওষুধ, ২০০টিরও বেশী জেনেরিক ওষুধ উৎপাদন করছে। বর্তমানে বিশ্বের ১১৪টি দেশে বীকনের ওষুধ রপ্তানি হচ্ছে।

অ্যান্টিবায়োটিকওষুধ প্রশাসন অধিদপ্তরকেমোথেরাপিউটিক ওষুধজেনেরিক ওষুধবীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডবীকন সিফালোস্পোরিন প্ল্যান্টবীকন সিফালোস্পোরিন লিমিটেডসেফালোস্পোরিন
Comments (০)
Add Comment