পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়েছে শুক্রবার (২৫ সেপ্টেম্বর)। পাবিপ্রবি ফার্মেসী বিভাগ এবং ফার্মেসী এসোসিয়েশন যৌথ ভাবে দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করে৷

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান (ওয়েবিনার) , ফার্মা অলিম্পিয়াড, লাইফ হ্যাকস, আইডিয়া শেয়ারিং কনটেস্ট, ভার্চুয়াল পোস্টার প্রেজেন্টেশন, স্পিচ কনটেস্ট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আড্ডা ও আলোচনা অনুষ্ঠান ” ফার্মা টক শো ” ।

শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়৷ ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ট্রেজারার ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমান শামীম,ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি’র সহযোগী অধ্যাপক ড. শান্তনু মল্লিক, ফার্মা ক্রাফ্ট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএনএম আব্দুল হাই বাবুল,ইসেনশিয়াল ড্রাগস লিমিটেড এর জেনারেল ম্যানেজার( প্লান্ট) সত্যজিৎ দাস।

অনুষ্ঠানে সভাতিত্ব করেন পাবিপ্রবি ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. অর্পিতা সাহা। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে অতিথিরা স্বাস্থ্য ক্ষেত্রে ফার্মাসিস্টদের ভুমিকা, পরিবর্তিত কোভিড পরিস্থিতিতে ফার্মাসিস্টদের ভুমিকা, হসপিটাল ফার্মেসীর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এরপর নিয়মিত শিডিউল অংশ হিসেবে দিনের অন্যান্য অনুষ্ঠান গুলো চলতে থাকে। বিশেষ আয়োজন হিসেবে সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ফার্মাসিস্ট দিবসের বিশেষ আড্ডা ও আলোচনা অনুষ্ঠান “ফার্মা টক শো”। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি’র সহযোগী অধ্যাপক ড.শান্তনু মল্লিক৷ অনুষ্ঠানটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ১৪ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অন্যান্য ইভেন্ট গুলিতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়পাবিপ্রবিবিশ্ব ফার্মাসিস্ট দিবস
Comments (০)
Add Comment