ওভার দ্যা কাউন্টার ড্রাগের একটি তালিকা রয়েছে। সেই তালিকায় থাকা ঔষধ গুলো শুধু মাত্র প্রেসক্রিপশন ছাড়া সংগ্রহ করা যেতে পারে৷ এর বাইরে যে কোন ঔষধ ক্রয় করতে অবশ্যই অবশ্যই প্রেসক্রিপশন লাগবে৷
ওষুধের দোকানে গিয়ে কাউন্টারে দাঁড়িয়ে ব্যবস্থাপত্র দেখানো ছাড়াই এসব ওষুধ কেনা যায় যায় বলে এদের নাম হয়েছে ওভার দ্যা কাউন্টার ড্রাগ যা বাংলায় বললে ” ব্যবস্থাপত্র ছাড়া লভ্য ওষুধ” হিসেবে বলা যেতে পারে।
বিতরন পদ্ধতির উপর ভিত্তি করে সাধারনত ওষুধকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হল প্রেসক্রিপশন ড্রাগ বা নিয়ন্ত্রিত ঔষধ , এগুলো কিনতে হলে অবশ্যই রেজিস্ট্রার্ড ডাক্তারের ব্যবস্থাপত্র লাগে, যেমন : বিভিন্ন ঘুমের ঔষধ।
আর অপরটি হল ওভার দ্যা কাউন্টার ড্রাগ বা ব্যবস্থাপত্র ছাড়া লভ্য ওষুধ। এগুলো কিনতে রেজিস্ট্রার্ড ডাক্তারের ব্যবস্থাপত্র লাগে না। যেমন, জ্বর ও ব্যথা-বেদনা কমাতে প্রদাহবিরোধী- প্যারাসিটামল, এসপিরিন; সাধারণ সর্দি কাশির ওষুধ ক্লোরফেনার্যামিন ইত্যাদি কিনতে রেজিস্ট্রার্ড ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না। এগুলো ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ।
‘জাতীয় ওষুধ নীতি-২০১৬’ তে চিকিৎসা ছাড়পত্র ছাড়া যেসব ওষুধ (ওটিসি) খুচরা বিক্রি করা হয় তার তালিকা করে বিক্রির একটি নিয়ম নির্ধারণ করা হয়েছে।৩৯ টি অ্যালোপ্যাথিক ঔষধ এই ওটিসি ক্যাটাগরিতে পড়ে। তালিকাটি নিচে দেয়া হলো।
1. Albendazole Chewable Tablet
2. Antacid Chewable Tablet/Suspension
3. Ascorbic Acid Chewable Tablet/Syrup
4. Benzyl Benzoate Lotion
5. Calcium Tablet
6. Chloramphenicol Eye/Ear Ointment/Drops
7. Chlorhexidine Lotion/Cream
8. Chlorisylenol Lotion/Cream
9. Chlorpheniramine Maleate Tablet/Syrup
10. Condoms
11. Diclofenac Gel
12. Dextromethorphen Syrup
13. Ferrous (Sulphate, Gluconate & Fumarate Tablet/Capsule/Syrup
14. Gentian Violet
15. Glycerin Suppository
16. Low Dose Contraceptive Pills
17. Mebendazole Tablet
18. Mebendazole Tablet/Suspension
19. Methyl Salicylate Gel
20. Milk of Magnesia Suspension
21. Mouthwash Preparations
22. Multivitamin Tablet/Capsule/Drops
23. Neomycin/Gentamycin/Bacitracin or combination Ointment/Cream/
Dusting Powder
24. Omeprazole capsule
25. Oral Rehydration Salt (ORS) (with or without glucose or flavours) Sachets
26. Paracetamol/Acetaminophen Tablet/Syrup/Suspension/Suppository
27. Permethrin Ointment/Cream
28. Potassium Permenganate Granules for Gargle
29. Povidone Iodine
30. Promethazine Theoclae Tablet
31. Ranitidin Tablet
32. Riboflavine Tablet
33. Salbutamol Tablet
34. Salicylic Acid + Benzoic Acid Ointment
35. Silver Sulphadiazine Ointment
36. Sunscreen Preparations
37. Vitamin A Capsule
38. Vitamin B Complex (individual or combination) Tablet/Syrup/Drops
39. Xylometazoline 0.1% Nasal Drops