উক্ত সভায় নকল, ভেজাল প্রতিরোধ ও বৃহত্তর উত্তরার ন্যায় শতভাগ এমআরপি বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয় ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর উত্তরা কমিটির সেক্রেটারী সাইদুর রহমান ভুইয়া স্বপন।এতে উপস্থিত কেন্দ্রীয় পরিচালক ও মিরপুর ৯ থানা সভাপতিগন ও বৃহত্তর উওরার সেক্রেটারী/ সিনিয়র সহ-সভাপতি সহ সকল নেতৃবৃন্দ ও সাধারণ কেমিস্টসবৃন্দ।
পিআর
খবর,মতামত, আলোচনা , পর্যালোচনা পাঠান
প্রিয় পাঠক, আপনিও ফার্মাবাংলার অংশ হয়ে উঠুন।সাংগঠনিক সংবাদ , মতামত , আলোচনা , পর্যালোচনা নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ccpharmabangla@gmail.com ঠিকানায়। প্রকাশযোগ্য লেখা প্রকাশ করা হবে।