খাইআবিতে ফার্মেসী বিভাগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

“Pharmacy: Always trusted for your health.”- প্রতিপাদ্যে সারা বিশ্বে ১১তম ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২১’ পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ কর্তৃক বর্ণাঢ্য এক অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘড়ির কাটায় মিনিট ছাপিয়ে ঘন্টা; এভাবে একের পর এক সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে প্রতি বছর আসে ২৫ সেপ্টেম্বর। দিনটি ফার্মাসিস্টদের জন্য এক অতি গুরুত্বপূর্ণ দিন।

গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের হাত ধরে আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা এগিয়ে গিয়েছে।   রোগকে প্রতিকারের নিমিত্তে তখনই প্রথম Acute, Chronic, Endemic এবং Epidemic এই চারভাগে ভাগ করা হয়েছিল। তবে  রোগ নিরাময়ের জন্য প্রয়োজন যথাসময়ে যথার্থ ওষুধ যার কার্যত ব্যবহার নিশ্চিত করতে পারেন গ্রাজুয়েট ফার্মাসিস্টরা। কোনো একটি পরিপূর্ণ স্বাস্থ্যব্যবস্থা গ্রাজুয়েট ফার্মাসিস্ট ব্যতিরেকে চিন্তা করাও একরকম অযৌক্তিক। গ্রাজুয়েট ফার্মাসিস্ট বিনা স্বাস্থ্যখাতকে উন্নয়নের চিন্তা করা অলীক স্বপ্নের ন্যায়।

মানুষের মৌলিক অধিকার  স্বাস্থ্যসেবাকে  রাষ্ট্রের অন্যতম করণীয় হিসেবে চিহ্নিত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষের মনের সুপ্ত আকাঙ্ক্ষাটিকে বাস্তবে রুপায়ন করে বাংলাদেশের সংবিধানে যুক্ত করেছিলেন। ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫(ক) অনুসারে জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব এবং অনুচ্ছেদ ১৮(১) অনুসারে জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

স্বাস্থ্যসেবায় মানসম্মত চিকিৎসা নিশ্চিতের ক্ষেত্রে সারা বিশ্বজুড়ে ডাক্তার ও নার্সদের পাশাপাশি গ্রাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকায় ইতিমধ্যে যখন প্রশংসায় পঞ্চমুখ সারা বিশ্বের মানুষ ঠিক তখন নির্মম সত্য বাংলাদেশে এখনও হাসপাতাল ফার্মেসী চালু হয়নি। প্রায় দুই বছরের কাছাকাছি সময় প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলেও কোনো এক অজানা কারণে বন্ধ আছে নিয়োগ।

২৫ সেপ্টেম্বর, ২০২১ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের আয়োজনে অনলাইনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২১’ বর্ণিল আয়োজনে পালিত হয়েছে। উক্ত আয়োজনে আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের উদ্দেশ্যে অনলাইনে রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ‌ রচনার বিষয়বস্তু ছিল: ‘A grade pharmacist in hospitals of Bangladesh: Necessities, Limitations and Solutions.’ এছাড়াও অনলাইন কুইজের বিষয়বস্তু ছিল: ‘ফার্মেসীর ইতিহাস ও ফার্মেসীর বিষয়াবলী।’

অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা। এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব বায়োমেডিকেল সাইন্সের ডীন ডা. আব্দুল্লাহ আক্তার আহমেদ। সভাপতি ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ। এছাড়াও উক্ত বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা তাঁর বক্তব্যে বলেন, ‘ফার্মাসিস্টরা বাংলাদেশসহ সারাবিশ্বে যথেষ্ট সুনামের সাথে তাদের কাজ যথাযথভাবে পালন করে চলছেন। গ্রাজুয়েট ফার্মাসিস্টদের এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

আলোচনা সভায় স্কুল অব বায়োমেডিকেল সাইন্সের ডীন ডা. আব্দুল্লাহ আক্তার আহমেদ বলেন,’সারা বিশ্বজুড়ে ফার্মেসী একটি নন্দিত পেশা। এ পেশার সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন তিনি তাঁর আলোচনায়।’

আলোচনায় অতিথির বক্তব্যে ড. মো. একরামুল ইসলাম ফার্মাসিস্টদের কর্মক্ষেত্র ও দায়িত্ব তুলে ধরেন। এসময় তিনি বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও অতিসত্বর হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগের আশা প্রকাশ করেন।

আলোচনা সভায় উক্ত বিভাগের বিভাগীয় প্রধান ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ গ্রাজুয়েট ফার্মাসিস্টরা  ‘ওষুধ বিজ্ঞানী’ উল্লেখ করে তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রত্যক্ষভাবে গ্রাজুয়েট ফার্মাসিস্টদেরকে যুক্ত করা এখন সময়ের দাবি। এতে করে তারা তাদের মেধা ও মননের যোগ্য প্রতিভা বিকশিত করে দেশের স্বাস্থ্যখাতকে আরো সুদূর প্রসারী উন্নয়নের দিকে ক্রমাগত এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। একই সাথে হাসপাতাল ফার্মেসীতে দ্রুত নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।’

এছাড়াও এসময়  আলোচনায় অংশ নেন মো. মাহবুবুল ইসলাম, জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি), ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। তিনি এসময় বক্তব্যে বলেন, ‘গ্রাজুয়েট ফার্মাসিস্টরা ফার্মেসী শিল্পে অত্যন্ত দক্ষতার সাথে  দায়িত্ব ও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।  তিনি আরো উল্লেখ করেন হাসপাতাল ফার্মেসী দ্রুত বাস্তবায়ন করে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের কাজের সুযোগ করে দিলে দেশের স্বাস্থ্যখাত অধিকতর উন্নত হবে।’

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউসুফ এবং সদস্য সচিব প্রফেসর ডা. রুবাইয়াত ফারজানা হোসেন ফার্মেসী বিভাগের এ আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অনলাইন সনদ প্রদান করা হয়। দিনব্যাপী চলমান আয়োজনের সমাপ্তি সন্ধ্যা সাতটায় ওয়েবিনারের মাধ্যমে ঘোষণা করা হয়। ‌

খাইআবিখাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়
Comments (০)
Add Comment