প্রায়শই নতুন চাকুরী প্রত্যাশীরা প্রশ্ন করেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর বিভিন্ন ডিপার্টমেন্টের চাকুরীর পরীক্ষার কি কি বিষয়ে পড়াশোনা করা উচিৎ? কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ?
সে জন্যই ছোট্ট পরিসরে এই লেখা। আশাকরি কিছুটা হলেও নতুনরা উপকৃত হবেন৷ ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজম্যান্ট স্টাফদের/ এক্সিকিউটিভ/ অফিসার লেভেলের জবগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। প্ল্যান্ট এবং হেডঅফিস বেজড জব৷
প্ল্যান্ট জবের ক্ষেত্রে প্রোডাক্ট ডেভলপমেন্ট / রিসার্চ এন্ড ডেভলপমেন্ট (ফরমুলেশন ও এনালাইটিক্যাল), প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি এসিউরেন্স (কোয়ালিটি কমপ্লায়েন্স, কোয়ালিটি ম্যানেজম্যান্ট), ওয়্যারহাউজ, এগুলোই উল্লেখ যোগ্য যেখানে ফার্মাসিস্টরা কাজের সুযোগ পান৷ বিভিন্ন কোম্পানিতে কাজের সুবিধার জন্য আরো কিছু ডিপার্টমেন্ট থাকে যেমন ভ্যালিডেশন, টেক ট্রান্সফার, রেগুলেটরি কমপ্লায়েন্স ইত্যাদি এছাড়াও অন্যান্য সার্পোটিভ ডিপার্টমেন্ট থাকে ইন্জিনিয়ারিং, আইটি, এডমিন, এইচআর, টেকনিক্যাল সার্ভিস ইত্যাদি।
ফার্মাসিউটিক্যাল জবের প্রস্তুতির ক্ষেত্রে একজন ফার্মেসী পড়ুয়া শিক্ষার্থীকে তার একাডেমি লাইফের (বি ফার্ম) পড়া ফার্মেসী বিষয়ের বেসিক বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারনা প্রয়োজন৷ প্রস্তুতির ক্ষেত্রে সকল বিষয় বিস্তারিত জানা থাকলে ভালো৷ তবে প্রত্যেক সাবজেক্টের মৌলিক বিষয়গুলো সঠিক ধারনা থাকতে হবে৷
ডিপার্টমেন্ট ওয়াইজ নিচে কিছু টপিক দেয়া হলো যেগুলো সম্পর্কে বিস্তারিত ধারনা থাকলে ফার্মাসিউটিক্যাল জবের ক্ষেত্রে লিখিত ও ভাইভা পরীক্ষায় আশাকরি ভালো করা যাবে। এই তথ্য গুলো নিজের ও সিনিয়রদের অভিজ্ঞতা থেকে তুলে ধরছি৷ এক্ষেত্রে আরো সংযোজন বিয়োজন করা প্রয়োজন মনে হলে অভিজ্ঞতা/মতামত শেয়ার করার অনুরোধ জানাচ্ছি ৷
Production Department : প্রোডাকশন ডিপার্টমেন্ট মূলত ঔষধ তৈরীর সাথে সরাসরি যুক্ত। যারা সরাসরি ঔষধ উৎপাদন করে থাকে৷ প্রোডাকশন ডিপার্টমেন্টেই সবচে বেশী জনবল কাজ করে থাকে৷ প্ল্যান্টের প্রায় সকল ডিপার্টমেন্টই মূলত প্রোডাকশন ডিপার্টমেন্টের সহায়ক হিসেবে কাজ করে ৷ বিষয়টা সহজে বললে উৎপাদন না হলে অন্য কোন কিছুই হবে না। প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রোডাকশন প্ল্যান থাকে সে অনুযায়ী উৎপাদন কাজ চলে৷
প্রোডাকশন ডিপার্টমেন্টের জবের জন্য ফার্মাসিউটিক্যাল টেকনোলজির উপর ভালো দখল থাকা প্রয়োজন। সেই সাথে ফার্মাসিউটিক্যাল ইন্জিনিয়ারিং এও মৌলিক বিষয়গুলো জানা প্রয়োজন।
ফার্মাসিউটিক্যাল রিসার্চ এন্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট এ চাকুরীর প্রস্তুতি
প্রোডাকশন ডিপার্টমেন্টের জবের প্রস্তুতির ক্ষেত্রে যে বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে রাফলি এমন কিছু টপিক নিচে দেওয়া হলো৷ এগুলো সম্পর্কে অবশ্যই ধারনা থাকতে হবে৷
Pharmaceutical Excipients , Granulation Technology , tablets problem, batch manufacturing record, batch packaging record, machinery used in pharmaceutical production, tablet coating, coating problem, coating material, different types of dosage form, advantage and disadvantage of those dose form, preperation of different solid, semisolid, liquid dosages form, Basic Calculation about batch size calculation, Responsibility of production exeeutive. Packaging technology and material, storage conditions, Loss on drying and moisture content, hardness and friability of tablet, tolling, Capsule and its different size, gelatin, dissolution and disintegration test, sampling, different types of mixing, coating, granulation, compaction machine name with origin. Problems and evaluation of different dosage form.
এছাড়াও freehand English writing, basic mathematics, analytical ability, Company information like top product. আজ এ পর্যন্তই। আগামী লেখার অন্য কোন ডিপার্টমেন্ট নিয়ে লিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
লেখক:: নাজমুল ইসলাম আবির , ফার্মাসিস্ট, দেশীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত।