‘সবার জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ ‘এই প্রতিপাদ্যকে সামিনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসী বিভাগ ও বিভাগের সহযোগী সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসী সোসাইটির (কাপস) উদ্যোগে আনন্দ র্যালি ও হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে এগারোটায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে র্যালি শুরু হয়ে ব্যাটমিন্টন মাঠে এসে শেষ হয়।সেখানে কেক কাটার মধ্য দিয়ে হেলথ ক্যাম্পেইনের শুভ উদ্ভোধন করেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।সেখানে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, তোমরা চাকুরির জন্য না পড়ে জ্ঞানের পিছনে ছুটো।তা তোমাদের অনেক দূর নিয়ে যাবে।তোমরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী। তোমাদের মেধা ও জ্ঞান দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলোকিত হবে।
পরে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের কয়েকটি টিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেশার নির্ণয় করা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন।