বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০১৯ উদযাপিত

মুহা'ম্মাদ জাহিদ খাঁন , বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে

“সকলের জন্য নিরাপদ এবং কার্যকর ওষুধ” এই মহৎ শ্লোগানকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশ এবং বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগও বুধবার (২৫ সেপ্টেম্বর)  যথাযোগ্য মর্যাদার সাথে “বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০১৯” উদযাপন করেছে।

বিভাগটির  এলামনাই এসোসিয়েশন  “বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসী এলামনাই এসোসিয়েশন” এর  সার্বিক সহযোগিতায় এবং বিভাগের সকল ফ্যাকাল্টি সদস্য ও শিক্ষার্থীদের  অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাণবন্ত একটি অনুষ্ঠানের  আয়োজন করা হয়  ।

দিবসটি উদযাপনলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এলামনাই এসোসিয়েশনের  প্রেসিডেন্ট মু. জাকারিয়া ফারুক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ড. লুবনা জাহান।

 

কোরআন তিলাওয়াত ,কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় , ফার্মেসী পেশার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটিবিশ্ব ফার্মাসিস্ট দিবস
Comments (০)
Add Comment