জাবি’তে বায়োটেক ফেস্টের রেজিস্ট্রেশন চলছে

বায়োটেক ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে “JU Biotech Fest 2020”

বর্তমান বিশ্বে বিজ্ঞানের যে শাখাগুলো সর্বাধিক সমাদৃত, নানান প্রতিবন্ধকতা পার করে সর্বাধিক উন্নয়নের অঙ্গীকার রাখছে এবং নিরন্তর পালন করে যাচ্ছে অপূরণীয় ভুমিকা তাদের মধ্যে অন্যতম জীববিজ্ঞান বিভাগ। আর জীববিজ্ঞানের অন্যান্য বিষয়গুলোর মধ্যে জীবপ্রযুক্তি এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো রাখছে সর্বাধিক ভুমিকা। তাই এই বিষয়গুলোর মানুষদের সাথে সংহতি জানানোর জন্য এবং তাদের সুপ্ত প্রতিভার পরিস্ফুটনের প্রমাণের জন্য বায়োটেক ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আয়োজন করছে বায়োটেক ফেস্ট।

আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২০, শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে  দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই বায়োটেক ফেস্ট ২০২০।

ফেস্টে অংশগ্রহনকারীদের জন্য থাকছে – সার্টিফিকেট, টি-শার্ট, ম্যাগাজিন, লাঞ্চ, স্ন্যাঙ্কস সহ আকর্ষণীয় সব পুরষ্কার।

প্রতিযোগিতার বিষয়গুলো  হল –

> কুইজ কম্পিটিশন
> ৩ মিনিট থিসিস প্রেজেন্টেশন
> রিসার্চ পোষ্টার প্রেজেন্টেশন
> আইডিয়া পোষ্টার প্রেজেন্টেশন
> সাইন্টিফিক প্রজেক্ট ডিসপ্লে

[কুইজ ব্যতীত বাকি সব কম্পিটিশনের জন্য পেমেন্ট করতে হবে]

বিস্তারিতঃ

সাধারণ অংশগ্রহন ঃ রেজিস্ট্রেশন ফি – ৩০০ টাকা।
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২০।

@> কুইজ কম্পিটিশন : সকল সাধারন অংশগ্রহনকারীদের জন্য কুইজ কম্পিটিশন ওপেন থাকবে। আলাদা করে পে করতে হবেনা।
সর্বাধিক উত্তর করা ৩ জনকে পুরস্কৃত করা হবে।
পুরষ্কার থাকবে সার্টিফিকেট এবং ক্রেস্ট।

@> ৩ মিনিট থিসিস প্রেজেন্টেশন  : ৩ মিনিট থিসিস প্রেজেন্টেশন এর জন্য সাধারণ রেজিস্ট্রেশনের পাশাপাশি ১০০/- পে করতে হবে।
এবস্ট্রাক্ট আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে জমা দিতে হবে।
পাঠানোর ঠিকানা – biotechfest2020.ju@gmail.com
প্রোগ্রামে প্রেজেন্টেশন এর ভিত্তিতে সর্বাধিক ৩ জনকে পুরস্কৃত করা হবে।
পুরষ্কার হিসেবে থাকবে সার্টিফিকেট এবং ক্রেস্ট।

@> রিসার্চ পোষ্টার প্রেজেন্টেশন :  রিসার্চ পোষ্টার প্রেজেন্টেশন এর জন্য সাধারণ রেজিস্ট্রেশনের পাশাপাশি ১০০/- পে করতে হবে।
এবস্ট্রাক্ট আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে জমা দিতে হবে।
পাঠানোর ঠিকানা – biotechfest2020.ju@gmail.com
প্রোগ্রামে পোষ্টার প্রেজেন্টেশন এর ভিত্তিতে সর্বাধিক ৩ টি পোষ্টারের জন্য পুরস্কৃত করা হবে।
পুরষ্কার হিসেবে থাকবে সার্টিফিকেট এবং ক্রেস্ট।

@> আইডিয়া পোষ্টার প্রেজেন্টেশন  : আইডিয়া পোষ্টার প্রেজেন্টেশন এর জন্য সাধারণ রেজিস্ট্রেশনের পাশাপাশি ১০০/- পে করতে হবে।
এককভাবে কিংবা দলগতভাবে অংশগ্রহণ করতে পারবে। দলগতভাবে অংশগ্রহন করলে সর্বাধিক ৩ জন সদস্য থাকতে পারবে। ৩ জনের মধ্যে যেকোন একজন ( যে আব্যস্ট্রাক্ট জমা দিবে ) তাকে সাধারণ রেজিস্ট্রেশনের পাশাপাশি ১০০/- পে করতে হবে।
এবস্ট্রাক্ট আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে জমা দিতে হবে।
পাঠানোর ঠিকানা – biotechfest2020.ju@gmail.com
প্রোগ্রামে পোষ্টার প্রেজেন্টেশন এর ভিত্তিতে সর্বাধিক ৩ টি পোষ্টারের জন্য পুরস্কৃত করা হবে।
পুরষ্কার হিসেবে থাকবে সার্টিফিকেট এবং ক্রেস্ট।

@> সায়েন্টিফিক প্রোজেক্ট ডিসপ্লে : সায়েন্টিফিক প্রোজেক্ট ডিসপ্লে এর জন্য সাধারণ রেজিস্ট্রেশনের পাশাপাশি ১০০/- পে করতে হবে।
এককভাবে কিংবা দলগতভাবে অংশগ্রহণ করতে পারবে। দলগতভাবে অংশগ্রহন করলে সর্বাধিক ৩ জন সদস্য থাকতে পারবে। ৩ জনের মধ্যে যেকোন একজন ( যে আব্যস্ট্রাক্ট জমা দিবে ) তাকে সাধারণ রেজিস্ট্রেশনের পাশাপাশি ১০০/- পে করতে হবে।
এবস্ট্রাক্ট আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে জমা দিতে হবে।
পাঠানোর ঠিকানা – biotechfest2020.ju@gmail.com

প্রোগ্রামে সায়েন্টিফিক প্রোজেক্ট ডিসপ্লে এর ভিত্তিতে সর্বাধিক ৩ টি ডিসপ্লে এর জন্য পুরস্কৃত করা হবে।
পুরষ্কার হিসেবে থাকবে সার্টিফিকেট এবং ক্রেস্ট।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া ঃ-

– প্রথমে রেজিস্ট্রেশন ফি “Send Money” করে তারপর ফরম পূরন করতে হবে।
– অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বিকাশ এর খরচ সহ প্রদান করতে হবে।
– বিকাশে পেমেন্টের পর বিকাশ পেমেন্টের নম্বর এবং টারন্সেকশন নম্বর দিয়ে ফর্ম ফিল আপ করুন।
– বিকাশ পেমেন্ট এবং ফর্ম ঠিকঠাকভাবে পূরণের পর রেজিস্ট্রেশন কমিটি ৪৮-৭২ ঘন্টার মধ্যে ই-মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে। মেইলটি সংরক্ষন করুন।

রেজিস্ট্রেশন লিংক

অনলাইন রেজিস্ট্রেশনের ফি প্রদানের জন্যঃ
বিকাশ- +8801624825644 (Personal)

ইভেন্ট লিংক:

আরো তথ্যের জন্য –
ই-মেইলঃ biotechclub.bge.ju@gmail.com

বায়োটেক ক্লাব
Comments (০)
Add Comment