মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগের ২৮তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
এতে অন্যদের মাঝে বিশিষ্ট ফার্মাসিস্ট ড. মোহাম্মদ মোশাররফ হোসেইন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রাকিব আল-মামুন, মো. রেজাউল করিম,সহাকারী অধ্যাপক ড. উম্মে বুশরা, ফার্মেসী ক্লাবের মডারেটর প্রভাষক মেহেদী হাসান, প্রভাষক রিক্তা বানু, প্রভাষক আনিক উদ্দিন হৃদি, প্রভাষক ফারজানা ইয়াসমিন, প্রভাষক আবদুল্লাহ আল মাহমুদ, প্রভাষক ওমর ইমতিয়াজ এবং প্রভাষক সাফায়েত আহমেদ সিদ্দিক। আরও উপস্থিত সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ, ড. সাবিহা সুলতানা,ড. আব্দুস সামাদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু প্রমুখ।
গ্রাজুয়েশন কমপ্লিশন সিরিমনি উপলক্ষে রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও কারুকাজে সাজানো হয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এ উপলক্ষে ফার্মেসি বিভাগের নতুন-পুরাতন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।