ঔষধি উদ্ভিদের তালিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেসব উদ্ভিদের ভেষজ গুনাগুন ও উপাদান রয়েছে এবং রোগ নিরাময়ে ব্যবহার করা হয় অথবা উদ্ভিদগুলো থেকে সংশ্লেষিত উপাদান গুলো নানা ধরনের প্রয়োজনীয় ওষুধ উৎপাদনে ব্যবহার করা হয় তাদেরকে মেডিসিনাল প্লান্ট বা ঔষধী উদ্ভিদ বলা হয়।

ওষুধী গাছ গুলি থেকে বিভিন্ন ধরনের পদার্থ যেমন এলকালয়েড, গ্লাইকোসাইড, ট্যানিনস, উদ্বায়ী তেল, খনিজ এবং ভিটামিনের সংমিশ্রণ ইত্যাদি সংশ্লেষণ করা হয় যেগুলো ঔষধি বৈশিষ্ট্য ধারণ করে। বিভিন্নরোগ নিরাময়ে ব্যপকভাবে ব্যবহার করা হয়ে থাকে।

কিন্তু আরেকটি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে তা হলো ” সঠিক ব্যবহার না জানলে এই ঔষধী গাছ থেকে সংগৃহীত উপাদান গুলি রোগের উপশমের বদলে বিষে (টক্সিন) রূপান্তরিত হতে পারে ” । তাই আমাদের উচিৎ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক ও কার্যকর পদ্ধতি জেনে নিয়ে ঔষধি গাছের ব্যবহার নিশ্চিত করা।

ঔষধি গাছকে একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদও বলা যায় । গ্রামাঞ্চলে প্রাথমিক সেবাদানে এই ঔষধি গাছ যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্যগত এবং বর্তমানের আধুনিক চিকিৎসায় ঔষধি গাছ দেশে এবং বিদেশে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।

প্রত্যকটি ভেজষ উদ্ভিদেরই কিছু না কিছু ঔষধী গুণ রয়েছে। বাংলাদেশে প্রায় পাঁচ হাজার উদ্ভিদ রয়েছে। এর মধ্যে রয়েছে সাড়ে পাঁচশ ঔষধি উদ্ভিদ প্রজাতি বা ভেষজ। ঔষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ভেষজ উদ্ভিদের চাহিদা সারা বিশ্বের মতো আমাদের দেশে ক্রমেই বেড়ে চলেছে। ইউনানি, আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি ওষুধ উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহারের পাশাপাশি বিউটি পার্লার ও প্রসাধনীতে এখন প্রচুর ভেষজ উপাদান ব্যবহৃত হচ্ছে।

ফার্মাকোগনোসি (Pharmacognosy) তে উদ্ভিদের বিভিন্ন বাহ্যিক বিষয়গুলো ভেষজ বৈশিষ্ট্য নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
ঔষুধি উদ্ভিদের ছোট্ট একটি তালিকা নিচে দেয়া হলো। এটি প্রকৃত পূর্ণাঙ্গ তালিকা নয়। এই তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন অনেক উদ্ভিদও নানা ধরনের ঔষধী গুনাগুন রয়েছে। নামের আদ্যক্ষর অনুযায়ী তালিকা করা হয়েছে

অঞ্জন
অড়হর
অনন্তমূল
অর্জুন

আকন্দ
আগর
আদা
আনারস
আফিম
আম
আম আদা
আমলকী
আলকুশি
আলু
আশশেওড়া

ইউফরবিয়া
ইঞ্চি লতা
ইসবগুল

উইলো
উদয়পদ্ম
উলট চন্ডাল

এলাচ

কচু
কদম
কন্টিকারি
কপসিয়া
করবী
করলা
কর্পূর গাছ
কলকাসুন্দা
কলমি শাক
কাঁঠাল
কাকমাচি
কালমেঘ
কিশমিশ
কুঁচ
কুকসিমা
কুর্চি
কুলঞ্জন
কুলেখাড়া
কোকা
কোথ (উদ্ভিদ)
ক্যাজুপুট
ক্যামেলিয়া সাইনেনসিস
ক্রেটিগাস

খইয়া বাবলা
খয়ের
খলশী
খেজুর

গন্ধভাদালি লতা
গলগল
গাঁজা
গাঁজা (ঔষধ)
গাঁদা
গাব
গামারি
গালানগল
গোলপাতা

ঘৃতকুমারী

চন্দন
চন্দ্রমল্লিকা
চামেলী (ফুল)
চালতা
চিরতা
চুই
চুকাই

ছাতিম
ছোট আকন্দ
ছোট এলাচ

জংলী মরুয়া
জই
জবা
জয়ন্তী গাছ
জাম
জারুল
জিনসেং
জিয়াম
জোয়ান (উদ্ভিদ)

টগর
ট্রাইকোসানথেস

ডাকুর
ডিজিটালিস
ডুলিচাঁপা

ঢোল কলমি

তাম্রচূড়া
তার্খুন
তিল
তুলসী
তেঁতুল
তেলাকুচা

থানকুনি

দইগোটা
দাঁতরাঙ্গা
দাদমর্দন
দারুহরিদ্রা
দূর্বা
দেবদারু
দেশি গাব
দেশি রাস্না
দোপাটি
দৌম গাছ

ধনে
ধুতুরা

নয়নতারা
নারিকেল
নিম
নিশিন্দা
নীল রাস্না
নীলবনলতা
নীলমনিলতা

পটল
পদ্ম
পপি ফুল
পরশপিপুল
পাতি হলিহক
পাথরকুচি
পাথুনি শাক
পান (পাতা)
পানি লজ্জাবতী
পার্সি মেসওয়াক
পিপুল
পেঁপে
দেশি পেটারি

বকফুল
বকুল
বট
বন চাকুন্দা
বন টেপারি
বন তুলসি
বনমরিচ
বহেড়া
বাঁশ
বাওবাব
বাবলা
বারসুঙ্গা
বাসক
বিজয়া সুখদর্শন
বিলাতী ধনিয়া
বিষকাটালী
বেদানা
বেল (ফল)
ব্রহ্ম কমল
ব্রাহ্মী

ভুঁই আমলা
ভূঁই ওকরা

মধুপায়ী ধাইরা
মরু সরিষা
মাকাল
মাখনা
মাধবীলতা
মিশ্রিদানা
মিষ্টি আলু
মুক্তাঝুরি
মুচকুন্দ
মেথি
মেহেদি
মেঘশৃঙ্গ

যষ্টিমধু

রঞ্জনা
রসুন
রাং চিতা
রাধাচূড়া
রুদ্রাক্ষ
রোজমেরি

লেবু ভারবেনা
ল্যাভেন্ডার

শাপলা
শিকোরি
শিরিষ
শ্বেত দূতী

সজনে
সন্ধ্যামালতী
সরিষা
সর্পগন্ধা
সাতকরা
সাদা ভেরেন্ডা
সুখদর্শন
সূর্যমুখী
স্বর্ণচামেলী
স্বর্ণলতা

হন্ধা
হরিতকী
হলুদ আমরুল
হাড়জোড়া
হিবিস্কাস
হেলেঞ্চা

এই তালিকায় অনেকগুলো উদ্ভিদ বাংলাদেশ বিলুপ্তির পথে রয়েছে। উপযোগীতা বিবেচনায় উদ্ভিদগুলো সংরক্ষণ প্রয়োজন

ঔষধি গাছের তালিকাটক্সিনফার্মাকোগনোসিভেজষ উদ্ভিদমেডিসিনাল প্লান্ট
Comments (০)
Add Comment