সেটিরিজিন (Cetirizine)

সেটিরিজিন হলো দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন ও H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যা অ্যালার্জি, আর্টিকেরিয়া, হে ফিভার, অ্যাঞ্জিডিমা প্রভৃতির চিকিৎসায় ব্যবহৃত হয়।এটি হাইড্রক্সিজিনের প্রধান মেটাবলাইট। এটি বাজারে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড ফর্মে পাওয়া যায়।


ফার্মাকোকাইনেটিক তথ্য :

বায়োএভেলএবিলিটি ভালো ।

প্রোটিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা ( প্রোটিন বাইন্ডিং) ~৯৩%

বিপাক: দেহ থেকে অপরিবর্তনীয়ভাবে নিষ্কাশিত হয়

বর্জন অর্ধ-জীবন (এক্সক্রেশন হাফ লাইফ) : ৮.৩ ঘণ্টা

রেচন : প্রধানত মূত্র, অল্প পরিমাণে যকৃৎ ও মল দ্বারা রেচন ঘটে ।

প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিনের তুলনায় দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন খুব অল্প পরিমাণে ব্লাড ব্রেইন ব্যারিয়ার কে অতিক্রম করতে পারে তাই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর এর প্রভাব কম এবং নিরাপদ , এজন্য ঝিমুনি কম হয় ।

নির্দেশনা : সিজনাল এলার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ায় নির্দেশিত। এটি এ্যালার্জেন-এর ফলে সৃষ্ট এ্যাজমাকে দূর করে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : গাড়ী ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সেটিরিজিন গ্রহন এর পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট ওষুধ গ্রহন থেকে বিরত থাকা উচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : সামান্য পরিমাণ ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা না থাকলে সেটিরিজিন গ্রহণ করা উচিত নয়। সেটিরিজিন মায়ের দুধের সাথে নিঃসৃত হয়। তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়।

 

সতর্কীকরণ
ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য শুধু মাত্র মৌলিক ধারনা হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু কোনভাবেই তা আপনার প্রকৃত চিকিৎসা নয়। ওষুধ গ্রহনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
অ্যান্টিহিস্টামিনফার্মাকোকাইনেটিক তথ্যসেটিরিজিন (Cetirizine)সেটিরিজিন হাইড্রোক্লোরাইড
Comments (০)
Add Comment