ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য প্রথম ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। এটি ডেঙ্গু ভাইরাসের সকল সেরোটাইপের ক্ষেত্রেই কার্যকর।
ডেঙ্গু সংক্রমিত এলাকায় বসবাসকারী এবং ৯ থেকে ১৬ বছর বয়সের আক্রান্ত রোগীদের উপর পরিক্ষা চালিয়ে সফল হয়েছেন বিজ্ঞানীরা ।
ভ্যাক্সিনটির নাম ডেঙ্গভ্যাক্সিয়া( Dengvaxia) । ভ্যাকসিনটি একটি লাইভ, এটিনিউএটেড ভ্যাকসিন। এর তিনটি ইঞ্জেকশন দিতে হয়। প্রাথমিক ডোজটি দেয়ার ৬ এবং ১২ মাস পরে দুটি ইনজেকশন দিতে হবে ।