ডেঙ্গুর প্রথম ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে এফডিএ

0

ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য প্রথম ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। এটি ডেঙ্গু ভাইরাসের সকল সেরোটাইপের ক্ষেত্রেই কার্যকর।

বহুজাতিক ফরাসি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সানোফির ভ্যাকসিন ইউনিট সানোফি পাস্তুরকে এ অনুমোদন দেওয়া হয়েছে। 

ডেঙ্গু সংক্রমিত এলাকায় বসবাসকারী এবং ৯ থেকে ১৬ বছর বয়সের আক্রান্ত রোগীদের উপর পরিক্ষা চালিয়ে সফল হয়েছেন বিজ্ঞানীরা ।

ভ্যাক্সিনটির নাম ডেঙ্গভ্যাক্সিয়া( Dengvaxia) । ভ্যাকসিনটি একটি লাইভ, এটিনিউএটেড ভ্যাকসিন। এর তিনটি ইঞ্জেকশন দিতে হয়। প্রাথমিক ডোজটি দেয়ার ৬ এবং ১২ মাস পরে দুটি ইনজেকশন দিতে হবে ।

মতামত দিন
Loading...