কপিরাইট ইস্যু
কপিরাইট বিষয়ক নীতি
সুস্পষ্টভাবে উল্লেখ করা না থাকলে আমাদের সাইটের সকল কন্টেন্টের (উদাঃ প্রশ্ন, ছবি, লেখা) কপিরাইট (Copyright) সংরক্ষণ করে ফার্মা বাংলা। তাই এ ওয়েবসাইটে পাওয়া কোন কন্টেন্ট পুনর্ব্যবহার করতে চাইলে আমাদের পূর্ব অনুমতি নেবার অনুরোধ জানানো হচ্ছে।
তৃতীয় পক্ষের কাছ থেকে নেয়া কন্টেন্ট অনেক সময় আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা হতে পারে। যেমনঃ ক্রিয়েটিভ কমন্স (Creative Commons) লাইসেন্সের ছবি, অন্যান্য বেশ কিছু সাইট । তবে এসব কন্টেন্টের কপিরাইটের উপর ফার্মা বাংলা ডট কম এর কোন নিয়ন্ত্রণ নেই। সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের নিজস্ব নীতি অনুসরণ করে আমরা এ ধরনের কন্টেন্ট ব্যবহার করি এবং প্রয়োজনে সুনির্দিষ্টভাবে কন্টেন্টের মূল উৎস উল্লেখ করে দিই। তাই এমন কোন কন্টেন্ট পুনর্ব্যবহার করতে চাইলে মূল কপিরাইটধারী ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। অবৈধভাবে ব্যবহার করে কপিরাইট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে তার সম্পূর্ণ দায় ঐ ব্যবহারকারী বা সদস্যকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। আমাদের ওয়েবসাইটের কোন ব্যবহারকারী বা সদস্য তৃতীয় পক্ষের কোন কন্টেন্ট ব্যবহার হলে তা আমাদের জানানোর অনুরোধ করা হল।