যুক্ত হন ফার্মাবাংলার সাথে !!
লিখুন, ছবি অথবা ভিডিও পাঠান ফার্মেসি বিষয়ক যে কোন আয়োজনের । লিখুন মতামত , আলোচনা , পর্যালোচনা ফার্মেসি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে । অভিজ্ঞতা জানান কর্মক্ষেত্রের ।
পাঠানোর ঠিকানা : [email protected]
লেখা পাঠাতে হলে
ফার্মাবাংলায় লেখা প্রকাশের ব্যাপারে আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আপনার নিবন্ধের মাধ্যমে চমৎকার সব তথ্য জানা যাবে- এটাই আমাদের প্রত্যাশা।আমাদের প্লাটফর্মে লেখা শুরু করার আগে আমাদের নির্দেশিকা আর নিয়মগুলো দেখে নিন।
লেখার বিষয়বস্তু : ফার্মেসি ও বায়োলজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স সম্পর্কিত যে কোন বিষয় সম্পর্কে লেখা প্রকাশ করা যাবে।
১. মূল লেখা নুন্যতম ৪০০ শব্দের মধ্যে হতে হবে৷ লেখাটি ৮০০ বা ততোধিক শব্দের ক্ষেত্রে দুই বা ততোধিক সিরিজে প্রকাশ করা যেতে পারে।
২. লেখায় অন্য কোন ওয়েবসাইটের তথ্য সরাসরি সংযুক্ত করা যাবে না।(বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)।
৩. অবশ্যই লেখার শেষে তথ্যের নির্ভরযোগ্যতা বাড়াতে উৎস বা রেফারেন্স যোগ করতে হবে। অভিজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে উৎস প্রয়োজন নেই। (প্রফেশনালদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
৪. অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে। লেখা তথ্য নির্ভর হতে হবে। প্রকাশের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় বিশেষ গুরুত্বপাবে।
৫. লেখায় কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রকাশ, ধর্মীয় মতবাদ, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি বিষোদগার, কুৎসা, প্রকাশ করা যাবে না৷ আইনগতভাবে কোন অভিযোগ হতে পারে বা রাষ্ট্রবিরোধী,ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে বিবেচিত হতে পারে এমন কোন বিষয় সংযুক্ত করা যাবে না। বিশেষ ক্ষেত্রে সমালোচনার ক্ষেত্রে সাবলীল ও গঠনমূলক ও মার্জিত ভাষা ব্যবহার করতে হবে। কট্টর সমালোচনা পরিহারযোগ্য।
৬. লেখকের লেখা পাঠানো কে প্রকাশের অনুমতি হিসেবেই বিবেচিত হবে।
৭. লেখা ইমেইলে ([email protected]) পাঠানো যেতে পারে৷ সেক্ষেত্রে সরাসরি প্লেইন টেক্সট আকারে পাঠাতে হবে। যদি (.doc অথবা. docx) আকারে পাঠানো হয় সেক্ষেত্রে Solaimanlipi ফন্ট ব্যবহার করতে হবে। ফন্ট সাইজ হবে ১৩/১৪ । ইউনিকোড (অভ্র) ব্যবহার করে লেখাকে উৎসাহিত করা হচ্ছে
৮. একই লেখকের লেখা প্রকাশের ক্ষেত্রে নূন্যতম ২ দিন বিরতিতে প্রকাশ করতে হবে।সিরিজ লেখার ক্ষেত্রে এবং জরুরী ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য।
৯. প্রকাশিত লেখার সার্বিক দায় লেখক বহন করবেন। লেখা প্রকাশের জন্য কোনো সম্মানী প্রদান করা হবে না। তবে লেখক কে তার উপযুক্ত ক্রেডিট ও স্বত্ব প্রদান করা হবে।
[su_divider text=”উপরে যান “]