ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলোতে ফার্মাসিস্টদের চাকুরীর ক্ষেত্রে নানা জিজ্ঞাসা থাকে। চাকুরীর জন্য কিভাবে প্রস্তুতি নেয়া প্রয়োজন? কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে? কোন কোন বিষয় গুলো জানা প্রয়োজন? এরকম হাজারো প্রশ্ন থাকে চাকুরীপ্রার্থী দের। সেই প্রশ্নের কিছু উওর নিয়ে লিখেছেন ফার্মাসিস্ট কাজী মোঃ রায়হান
কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিউম্যান রির্সোস ডিপার্টমেন্ট (মানব সম্পদ বিভাগ) থেকে বার্তা (SMS) বা মোবাইল কল (Mobile call) রিসিভ করার পরে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (PMD) অথবা স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (SMBD) অথবা স্ট্র্যাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্টের (SMD) জন্য লিখিত বা ভাইভার (Written or Viva) জন্য কি ভাবে প্রস্তুতি নেয়া যেতে পারে?
HR থেকে জব এর Written or Viva জন্য SMS পাবার/Call রিসিভ করার পরে, আপনার প্রথম করনীয় হচ্ছে ঐ প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া (যতটুকু সম্ভব বেশী জানার চেষ্টা করা)
তাহলে আরও একটি প্রশ্ন আসে কি ভাবে জানতে পারব?
আপনি যেহেতু ইন্টারনেট জেনারেশন এর তাই আপনাকে সবার আগে কোম্পানির ওয়েবসাইটে এ গিয়ে একটু ঢুঁ মেরে আসতে হবে এবং সেখান থেকে কাস্টমার এনগেজমেন্টের তথ্য জেনে নিতে হবে (এগুলো থেকে অনেক ভাবে প্রশ্ন আসতে পারে) যেমন ধরুনঃ
কোম্পানির কিছু প্রোডাক্ট এর নাম (মোষ্ট ইম্পর্টেন্ট) - কোম্পানিটি ISO সার্টিফাইড কি না?
- কোম্পানিটির ফ্যাক্টরীর US-FDA, UK-MHRA … approval আছে কি না?
- কোম্পানিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
- কোম্পানিটির মিশন এবং ভিশন কি?
আচ্ছা এবার আসি এই প্রশ্ন গুলো জেনে কি হবে?
লিখিত অথবা ভাইভা পরীক্ষায় এ বিষয়গুলো থেকে কমবেশী ৫-১০ মার্কস এর মতো প্রশ্ন আসে, সেখানে উপরের বিষয়গুলোর ওতপ্রোতভাবে জড়িত, কারন আপনার কাছ থেকে জানতে চাওয়া হতে পারে
- এই কোম্পানি সম্পর্কে কি জানেন লেখুন বা বলুন? অথবা
- এই কোম্পানিতে আপনি কেন জব করতে চান অথবা এই কোম্পানিতে আপনার আগ্রহের কারন কি?
- এই কোম্পানির কয়েকটি টপ সেলিং/ব্র্যান্ড প্রডাক্ট এর নাম কি (বলুন বা লিখুন)?
এই ধরনের প্রশ্ন গুলো মাথায় রেখে প্রথম ও মৌলিক প্রস্তুতি সারতে পারেন।
এবার আরেকটু এডভান্সড – দ্বিতীয় ধাপ
জেনে নিবেন, পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এবং ঐ কোম্পানি কোন প্রশ্ন গুলোর উত্তরকে প্রাধান্য বা গুরুত্ব দেয়, সেগুলো বিবেচনা করে উত্তর প্রদান করা।
প্রেজেন্টেশন সম্পর্কে আরও একটু বিশদ ধারণা নিয়ে নেওয়া এবং যখন আপনার প্রেজেন্টেশনের টপিক পাবেন এবং প্রেজেন্টেশন রেডি করা শেষ হলে তার কাছ থেকেই চেক করে নেওয়া, তা না হলে কোন সিনিয়র বা PMD তে জব করছে অথবা করেছে এমন ভাইয়া বা আপু বা স্যারের কাছ থেকে চেক করে নেওয়া সব থেকে ভাল ।
কয়টি ভাইভার সম্মুখীন হতে হয়? ভাইভা বোর্ড কেমন প্রশ্ন করেছিল বা করতে পারে, তার থেকে জেনে নেওয়া? (যদিও ভাইভা বোর্ড এর প্রশ্ন কেমন হবে এটা বলা যায় না, তারপরও জেনে নিন। যদি কমন পরে খারাপ কি?)
- কোম্পানির Top selling brand এর নাম জেনে নেওয়া
- কোম্পানির ভবিষ্যতে কোন প্রজেক্ট নিয়ে বা কোন সেক্টর নিয়ে এ কাজ করার পরিকল্পনা আছে কি না এবং কি কি বিষয়ের উপর ফোকাস করছে?
- জবের এর জন্য প্রফেশনাল এনভায়রনমেন্ট আছে কি না?
- স্যালারী রেন্জ কেমন এবং মাসের কত তারিখের মধ্যে স্যালারী প্রদান করে?
- শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট গুলো জমা রাখেতে হবে কি না?
- কোন এগ্রিমেন্ট / চুক্তি করতে হবে কি না? যদি করতে হয় তাহলে সেটি কি ধরনের এগ্রিমেন্ট / চুক্তি?
- কি কি সুবিধা প্রদান করে বা আপনাকে করতে পারেঃ ট্রান্সপোর্ট এবং লাঞ্চ দেয় কি না?
- বোনাস কয়টি, প্রফিট শেয়ার, গ্রাচুইটি ফান্ড আছে কি না?
- কোম্পানির ছুটির পলিসি কি?
- অতীব জরুরী কিছু বিষয় সম্পর্কে জেনে নিবেন। যেমন ধরুনঃ
PMD/SBMD/SMD এর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কি তা ভালভাবে জানা ও আতস্থ করা জরুরী। (চাকুরী করতে যাচ্ছেন কিন্তু আপনি আপনার দায়িত্ব সম্পর্কে নূন্যতম জানেন না, বিষয়টা কতটা দুঃখের ও কষ্টের একটু ভেবে দেখুন ত!!)
জানার কখনো শেষ নেই এবং PMD তে জব এর জন্য আপনাকে প্রতিনিয়ত এবং একটু বেশিই জানতে হবে। জানতে হবে ও বুঝতে হবে নিজের সম্পর্কে এবং কিছু বিষয়ে যা অতীব জরুরী, চলুন জেনে নেই, কি জানতে হবে যা অতীব জরুরীঃ
- জেনে নিবেন, IMS এর র্যাঙ্ক অনুসারে টপ ৫ টি মলিকিউলের নাম এবং তাদের ব্র্যান্ডের নাম ও কোম্পানির নাম
- জানতে হবে, কিছু খুব কমন শর্ট ফর্ম ও টার্ম (য়েমনঃ US-FDA, UK-MHRA, TGA, NSAIDs, MTC, AUC, SSRI & SNRI, Marketing, Marketing Segmentation, Promotional Mix, 4P, Need, Want, Demand, Product, Brand, Branding, Purposes of Promotion etc.)
- মনে রাখতে হবে, মৌলিক কিছু পার্থক্য যা লিখতে বা বলতে বলা হয় (য়েমনঃ Drug & Medicine, Morbidity & Mortality, Hormone & Enzyme etc.)
- মনে রাখতে হবে, সচরাচর ব্যবহৃত কিছু ঔষধের ব্র্যান্ড নাম, জেনেরিক, ক্লাসিফিকেশন এবং জেনারেশন (যেমনঃ Cephalosporin, Antihypertensive, Antidiabetic, Antihistamine etc.)
- আত্তস্থ রাখতে হবে এবং ব্যাসিক ফার্মেসি সম্পর্কে ( Pharmacolgy, Marketing and Technology ফার্স্ট প্রায়োরিটি) পড়াশোনা ঝালিয়ে নেওয়া অতীব জরুরি
- জেনে রাখতে হবে এবুং চর্চা কর করতে হবে সাধারণ জ্ঞান, বর্তমান বিষয়, IQ এবং Math ( ম্যাথ হলঃ ফার্মেসী সম্পর্কিত+ পাটিগণিত + বীজগণিত …) যা পি, এম, ডি পরীক্ষায় প্রতিনিয়ত আসতেছে
- Basic English এর মধ্যে Fill in the blanks এবং Free handwriting চর্চা করা
1. Why are you the best candidate for this post? &
2. Tell me about yourself?
(এই প্রশ্ন দুইটির উত্তর তৈরি করা ও আত্তস্থ করা)
- ৫ টি করে নিজের Strength and Weakness (Weakness এমন ভাবে বলবেন যেন তার মধ্যে Strength & positivity থাকে) রেডি করবেন এবং মুখস্ত করে নিবেন
- দুই কপি কালার প্রিন্ট সি,ভি এবং সাদা এনভেলপ রেডি করে রাখবেন
- লিখিত এবং ভাইভা পরিক্ষার তারিখ ক্যালেন্ডারে/ মোবাইল এ নোট রাখবেন
- পরীক্ষার নিদৃষ্ট সময় এর ৩০ মিঃ আগে কেন্দ্রে পোছানোর প্ল্যান রেডি করবেন
আশাকরি চাকুরীপ্রার্থীরা অনেক উপকৃত হবেন ।সবার জন্য শুভকামনা।
লেখক: ব্র্যান্ড এক্সিকিউটিভ, স্ট্র্যটেজিক ব্র্যান্ড ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট, দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড।