বাংলাদেশ থেকে রেমডিসিভির আমদানি করবে পাকিস্তান । পাকিস্তানের Searle Company Limited নামক প্রতিষ্ঠানটি শুক্রবার (২৯ মে) এই ঘোষণা দিয়েছে।প্রতিষ্ঠানটির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে , প্রতিষ্ঠানটি বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে এক্সক্লুসিভ লাইসেন্স অ্যান্ড মার্কেটিং চুক্তি করেছে । বিশ্বের প্রথম রেমডিসিভিরের জেনেরিক ভার্সন তৈরী করেছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মা।
চলতি মাসে, পাকিস্থানের আরেক Ferozson’s Pharma বলেছে যে এটি গিলিয়েডের সাথে চুক্তি স্বাক্ষরের পরে তারা পাকিস্তানেই রেমডিসিভির তৈরি করবে, তবে এতে আরও সময়ের প্রয়োজন।
বৈশ্বিক বাণিজ্য বিধি( ট্রিপস)র আওতায় জাতিসংঘের স্বল্পোন্নত দেশ (এলডিসি) গুলোর তালিকায় থাকা দেশগুলো ঔই পেটেন্টের আওতায় পরে না। এজন্য ঔ দেশগুলো পেটেন্টের ঔষধগুলোর কপি অর্থাৎ জেনেরিক ভার্সন দ্রুত ও সাশ্রয়ী মূল্যে উৎপাদন করতে পারে। এলএসডি’র তালিকায় থাকা ৪৭ টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।