যুক্তরাষ্ট্রের বাজারে যাচ্ছে একমি ল্যাবরেটরিজের ওষুধ জোলপিডেম

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের একমি ল্যাবরেটরিজের ওষুধ জোলপিডেম (৫ এমজি এবং ১০ এমজি) বাজারজাত করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানিয়েছে ।

প্রাপ্তবয়স্কদের অনিদ্রার চিকিৎসার জন্য চিকিৎসকরা ওষুধ প্রেসক্রিপশন করে থাকেন। ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে জোলপিডেম বাজারজাত করার কারণে বছরে একমি ল্যাবরেটরিজের ৫০ হাজার মার্কিন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।

জোলপিডেম হিপনোটিক্স শ্রেনির অন্তর্ভুক্ত একটি ঔষধ।

একমি ল্যাবরেটরিজজোলপিডেম
Comments (০)
Add Comment