আর্মি ফার্মা লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু
মানসস্মত ঔষধ উৎপাদন ও বিপণনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরী লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান আর্মি ফার্মা লিঃ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
বৃহস্পতিবার, ২৭শে মে, ২০২১ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, পিএইচডি আর্মি ফার্মা লিঃ এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ; বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিন, অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ ও আর্মি ফার্মা লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডাঃ এম শহীদ ইকবাল।
অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপীয়ান পরামর্শক প্রতিষ্ঠান এলোমেটিক কনসালটিং এন্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এর তত্তাবধায়নে আর্মি ফার্মা লিমিটেড এর ফ্যাক্টরী গাজীপুর, জয়দেবপুর, শিমুলতলিতে নির্মাণের কাজ সম্পাদিত হচ্ছে। শতবিঘা জমির উপরে অত্যাধুনিক প্রযুক্তি নির্র্ভর এই উৎপাদন প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রীম, ওয়েন্টমেন্ট, এ্যান্টি-বায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এ্যান্টি-ক্যানসার, হারবাল এবং এগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা বিদ্যমান থাকবে। এছাড়া মেডিকেল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবল এর মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রাকে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুদক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন। এ প্রসংগে তিনি আশা প্রকাশ করেন যে এ প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করবে।