সেনাপ্রধান আর্মি ফার্মাকে তার স্বপ্নের প্রকল্প হিসাবে উল্লেখ করেন। প্রকল্প উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এ্যাজমা, পেপটিক আলসার এর মত অসুখে সর্বসাধারণ ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত ঔষধ উক্ত রোগসমূহের চিকিৎসায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নিম্ন আয়ের প্রান্তিক জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার পাশাপাশি ও সহজ প্রাপ্য করার জন্য আর্মি ফার্মার প্রতি উদ্বাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য যে, ইত্যবসরে আর্মি ফার্মা দেশের অতিমারী মোকাবিলায় কোভিড সংক্রমণকালীন সময়ে ঔষধ প্রশাসনের অনুমোদনক্রমে জার্মনিল ব্র্যান্ডের হেলথ্ এন্ড হাইজিন প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, হ্যান্ড ওয়াশ ও এ্যান্টিসেপটিক সল্যুশন (জীবাণুনাশক) ইত্যাদি উৎপাদন ও সুনামের সাথে বিপণন করে স্বাস্থ্যখাতে শক্তিশালী ভ‚মিকা রাখছে। আশা করা যায়, জাতীয় ঔষধনীতির বর্তমান লক্ষ্যকে সামনে রেখে আগামী বছরের প্রারম্ভে আর্মি ফার্মা তার উৎপাদিত ঔষধ সামগ্রী বাজারজাত করবে।