খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

“সবার জন্য নিরাপদ এবং কার্যকর ওষুধ” লক্ষ্য কে সামনে রেখে (২৫ সেপ্টেম্বর)  সারা বিশ্বের অন্যান্য দেশ এবং বিশ্ববিদ্যালয়ের মতো খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগও বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০১৯ উদযাপিত হল।  দিবসটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগটির “ ফামা সী ক্লাব ” এর  সার্বিক সহযোগিতায় এবং বিভাগের সকল ফ্যাকাল্টি সদস্য ও শিক্ষার্থীদের  অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাণবন্ত একটি অনুষ্ঠানের  আয়োজন করা হয়  ।
দিবসটি উদযাপনলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান এফ. আর. শাকিল  আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মোঃ হোসাইন রেজা এবং বিশেষ অতিথি ডা. রুবায়েত ফারজানা ।
র‍্যালী সহ ফার্মেসী পেশার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।
এছাড়াও ছাত্ররা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয় যার ভিতর উল্লেখযোগ্য হল –
– ফার্মা ডিবেট,
– ফার্মা প্রেজেন্টাশন,
– ফার্মা কুইজ  এবং
– পুরস্কার বিতরনী অনুষ্ঠানে।
আরো ছিল হেলথ্ ক্যাম্পেইন এবং আনন্দঘন সংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *