ড্রাগ লাইসেন্স নবায়ন

ড্রাগ লাইসেন্স ঔষধ ব্যবসার জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয়। ড্রাগ লাইসেন্স হচ্ছে আপনার ঔষধ ব্যবসার অনুমতি পত্র। নতুন ব্যবসা শুরুর আগে আপনাকে নতুন ড্রাগ লাইসেন্স নিতে হবে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে৷ ড্রাগ লাইসেন্সের নিদিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হলে আবার আপনাকে তা নবায়ন ( রিনিউ) করে নিতে হবে।

চলুন দেখি কিভাবে আমরা ড্রাগ লাইসেন্স নবায়ন করবো। ড্রাগ লাইসেন্সের মেয়াদ থাকে দুই বছর। যেদিন আপনার ড্রাগ লাইসেন্স ইস্যু করা হয় সেদিন থেকে দুই বছর পর্যন্ত এর মেয়াদ থাকে। এর পর আপনাকে আবার তা নবায়ন করে নিতে হবে৷

অবশ্য এই নবায়ন প্রক্রিয়া আগেই শুরু করা উচিৎ যেন আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ শেষ হবার আগেই আপনার নবায়নকৃত লাইসেন্স পেয়ে যান৷ ড্রাগ লাইসেন্স নবায়ন করতে হলে যেসব কাগজপত্রের প্রয়োজন হবে :

১. মালিকের ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র ( ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট)।
২. লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারী চালানের মুল কপি।
৩. দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি। নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি।
৪. নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ/হাকিম/হোমিও ডাক্তারের অঙ্গীকারনামা।
৫. দোকানের ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটো কপি কপি।
৬. নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ/হাকিম/হোমিও ডাক্তারের রেজিস্ট্রেশন সনদের মুল কপি ও সত্যায়িত ফটোকপি
৭. মালিকের নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি / ভোটার আই.ডি কার্ডের ফটোকপি ।

এর সাথে সাথে নির্ধারিত ফরম-৭ (বেঙ্গল ড্রাগ রুল ১৯৪৬ এ উল্লেখিত) সঠিকভাবে পূরন করতে হবে।

এবার চলুন দেখি ড্রাগ লাইসেন্স নবায়ন করতে ফি কত?

পৌরসভা বা মেট্রোপলিটন এলাকায়  পৌর এলাকার বাইরে ( ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত এলাকায় )
এলোপ্যাথিক ১৮০০/= ৭০০/=
আয়ুর্বেদিক

ইউনানী

হোমিওপ্যাথিক

বায়োকেমিক 

হারবাল

১৫০০/=  ৭০০/=

ছক : লাইসেন্স ফি’র তালিকা (পরিবর্তিত হতে পারে ) 

কোন কারনে ড্রাগ লাইসেন্স নবায়ন করতে বিলম্ব হলে সেক্ষেত্রে নবায়নের ক্ষেত্রে বিলম্ব ফি প্রদান করে ড্রাগ লাইসেন্স নবায়ন করতে হবে৷

চলুন এবার দেখি কতটাকা বিলম্ব ফি প্রদান করতে হবে ।

সকল প্রকার ঔষধের পাইকারি / খুচরা লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিলম্ব ফি ‘র তালিকা  (পরিবর্তিত হতে পারে )

মেয়াদ উত্তীর্ণের ১-৩ মাস পর্যন্ত বিলম্ব ফি 

পাইকারি লাইসেন্স ২০০/=
খুচরা লাইসেন্স

(মিউনিসিপ্যাল ও পৌর এলাকার ভিতরে)

১০০/=
খুচরা লাইসেন্স  ( পৌর এলাকার বাইরে ) ৫০/=

মেয়াদ উত্তীর্ণের ৩-১২ মাস পর্যন্ত বিলম্ব ফি 

পাইকারি লাইসেন্স ৫০০/=
খুচরা লাইসেন্স

(মিউনিসিপ্যাল ও পৌর এলাকার ভিতরে)

২০০/=
খুচরা লাইসেন্স  ( পৌর এলাকার বাইরে ) ১০০/=

মেয়াদ উত্তীর্ণের ১২ মাসের  উপরে পরবর্তী বছরের জন্য  বিলম্ব ফি 

পাইকারি লাইসেন্স ১০০০/=
খুচরা লাইসেন্স

(মিউনিসিপ্যাল ও পৌর এলাকার ভিতরে)

৫০০/=
খুচরা লাইসেন্স  ( পৌর এলাকার বাইরে ) ২০০/=

আপনাকে লাইসেন্সের মেয়াদ শেষ হবার আগেই নবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে ।অন্যথায় আপনি ব্যাবসা চালানোর ক্ষেত্রে আইনগত জটিলতায় পড়তে পারেন । বিলম্ব ফি জনিত ঝামেলা এড়ানোর জন্য অবশ্যই আপনাকে আগেই এই ব্যাপারে সচেতন হতে হবে ।

drug licenseকবিরাজড্রাগ লাইসেন্সফার্মাসিস্টবায়োকেমিকবিলম্ব ফিবেঙ্গল ড্রাগ রুলহাকিমহারবালহোমিও ডাক্তার
Comments (০)
Add Comment