স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড (এসএলএল)

0
দেশের শীর্ষ স্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস তাদের চাহিদার প্রেক্ষিতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বেশ আগে। এজন্য ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির সাবসিডিয়ারি হিসেবে স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড SQUARE Lifesciences Ltd. (SLL) নামে আরেকটি প্রতিষ্ঠান স্থাপনের কাজ শুরু হয়৷

স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড (এসএলএল)
স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড (এসএলএল)

পাবনার হেমায়েতপুরের পাটকিয়া বাড়িতে প্রায় ২৯৭ একর জায়গা নিয়ে নতুন এই প্ল্যান্ট স্থাপনের কাজ প্রায় শেষ দিকে৷ এতে প্রায় ৪০০ কোটি টাকার বেশী বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি৷ নতুন এই প্ল্যান্টে ওরাল সলিড ডোজেস ফর্ম (ট্যাবলেট ও ক্যাপসুল) উৎপাদন করবে প্রতিষ্ঠানটি৷

নতুন এই প্রকল্পটির জন্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), পরিবেশ অধিদপ্তর (ডিওই) এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) নামক বিভিন্ন সরকারী নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে৷

এই প্ল্যান্টে এন্টি ফাংগাল, এন্টি হিস্টামিন, লিপিড লোয়ারিং, এন্টি হাইপারটেনসিভ, ক্যালশিয়াম প্রিপারেশন, এন্টি  ডায়াবেটিক সহ আরো ভিন্ন কিছু থেরাপিউটিক ক্লাসের ঔষধ উৎপাদন করবে৷

স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড বাংলাদেশের ঔষধশিল্পে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা যায়।

মতামত দিন
Loading...