পাবনার হেমায়েতপুরের পাটকিয়া বাড়িতে প্রায় ২৯৭ একর জায়গা নিয়ে নতুন এই প্ল্যান্ট স্থাপনের কাজ প্রায় শেষ দিকে৷ এতে প্রায় ৪০০ কোটি টাকার বেশী বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি৷ নতুন এই প্ল্যান্টে ওরাল সলিড ডোজেস ফর্ম (ট্যাবলেট ও ক্যাপসুল) উৎপাদন করবে প্রতিষ্ঠানটি৷
নতুন এই প্রকল্পটির জন্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), পরিবেশ অধিদপ্তর (ডিওই) এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) নামক বিভিন্ন সরকারী নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে৷
এই প্ল্যান্টে এন্টি ফাংগাল, এন্টি হিস্টামিন, লিপিড লোয়ারিং, এন্টি হাইপারটেনসিভ, ক্যালশিয়াম প্রিপারেশন, এন্টি ডায়াবেটিক সহ আরো ভিন্ন কিছু থেরাপিউটিক ক্লাসের ঔষধ উৎপাদন করবে৷
স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড বাংলাদেশের ঔষধশিল্পে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা যায়।