ফার্মেসীর প্রাচীন ইতিহাস : ইনফোগ্রাফ

0

প্রাচীন ইরাকের সুমেরীয়দের মাঝে ফার্মেসি পেশার সন্ধান পাওয়া যায়। খ্রিস্টপূর্ব ৪০০০ সাল থেকে তারা ওষধি গাছ যেমন সরিষা, মরিচ এবং আফিম ইত্যাদির ব্যাবহার শুরু করে। রোগ নির্ণয় ও চিকিৎসা , ওষুধ প্রস্তুতির জন্য পৃথক পৃথক লোক ছিল। যাদেরকে ফার্মাসিস্টদের  পূর্বসূরী বলা যেতে পারে । সুমেরীয়রা কমপক্ষে খ্রিস্টপূর্ব ২০০ অব্দ থেকে প্রাথমিক ভাবে ওষুধের ব্যাবহার এবং লিখিত বা সাংকেতিক ভাবে প্রেসক্রিপশন লিখার প্রচলন করেছিল যা আজ থেকে প্রায় 5000 বছর আগে।

নীচের ইনফো গ্রাফে ফার্মেসীর বিবর্তন তুলে ধরা হল ।

The Evolution of Pharmacy #Infographic

মতামত দিন
Loading...