গত ২৭ নভেম্বর ক্লাবটির মহাখালী কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ১৮ নভেম্বর ঢাকার লেকশোর হোটেলে সংগঠনটির ১৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিসহ মূল পর্ষদের নির্বাচন হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি পদে নাজমুল হোসাইন ও মো. আখতার হোসাইন এবং কোষাধ্যক্ষ এস এম নূর হোসেন। নির্বাহী সদস্যরা হলেন ডা. রেজা মো. সামিউল হাসান, আফসার উদ্দিন আহমেদ, এম. মহিবুজ জামান, মোমিনুল হাসান, মো. ইফতেখারুল ইসলাম, সৈয়দ এ বি তাহমিদ, শাহনাজ পারভীন, এ কে এম আহসান উল্যাহ, মোহাম্মদ শরীফুল ইসলাম, ব্রহ্মার্পণ পিকাসো, ডা. মো. মুজাহিদুল ইসলাম ও মো. শামীম আলম খান। এ ছাড়া উপদেষ্টা পরিষদে পুনরায় মনোনীত হয়েছেন মো. রফিকুল ইসলাম, মো. আজিজুল হক, আখতার মতিন চৌধুরী, আবু নাঈম সাইফুর রহমান, শেখ নাহার মাহমুদ ও মীর জাকি আজম চৌধুরী।
ওষুধশিল্পে নিয়োজিত পেশাজীবী কর্মকর্তাদের সংগঠন ‘ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব লিমিটেড(পিইসিএল)’-এর ২০২২-২৩ সালের নতুন কার্যনির্বাহীকমিটি গঠন হয়েছে। ১৭ সদস্যের এই কমিটিতে স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান সভাপতি এবং স্যান্ডোজ বাংলাদেশের কান্ট্রি হেড নকিবুর রহমান মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন।