নতুন যে ডিজাইনের নির্দেশনা দেয়া হয়েছে তাতে এন্টিবায়োটিক এর কার্টনের একপাশে লাল আইডেন্টিফিকেশন মার্ক এর উপর বাংলায় “এন্টিবায়োটিক” এবং “ নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না” লিখা থাকবে এবং কার্টনের অপর পাশে লাল আইডেন্টিফিকেশন মার্ক এর উপর ইংরেজীতে লিখা থাকবে “Antibiotic” এবং “Do not use without prescription of registered physician” প্রাইমারী প্যাকেজিং ( স্ট্রিপ, ব্লিস্টার) এর দুই পাশে লাল আইডেন্টিফিকেশন মার্ক এর উপর বাংলায় “এন্টিবায়োটিক” এবং ইংরেজীতে ” Antibiotic” লিখা থাকবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এন্টিবায়োটিক উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে ০৬ মাস সময় দেওয়া হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান এন্টিবায়োটিক জাতীয় পদের রেজিস্ট্রেশনের জন্য নতুন আবেদন করবে, তারা মোড়ক সামগ্রী অনুমোদনের সময় উক্ত নির্দেশনা মোতাবেক মোড়ক সামগ্রী দাখিল করতে বলা হয়েছে।