[su_dropcap style=”simple” size=”5″]ম[/su_dropcap]ঙ্গলবার (১৬ মে) পাবনার বিসিক শিল্প এলাকায় ‘স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড’-এর ফলক উন্মোচন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির চারদিনের পাবনা সফরের দ্বিতীয় দিন সকালে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিদর্শন করেন। রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি স্কয়ার লাইফসায়েন্সেস লিমিটেডের উৎপাদন এলাকা পরিদর্শন করেন।