ডাইক্লোফেনাক (ইংরেজি: Diclofenac) (INN) একটি ব্যথানাশক বা নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামাটরি ড্রাগ (NSAID)। সারাবিশ্বে বিভিন্ন নামে পাওয়া যায় এই ওষুধ ।

বাজারে ডাইক্লোফেনাক পটাসিয়াম বা সোডিয়াম আকারে পাওয়া যায় যা ফিল্ম কোটেড ট্যাবলেট, আই ভি ইজেকশন বা সাপোজিটোরি ডোজেস ফর্মে পাওয়া যায় ।
এটি সাধারনত আঘাত পরবর্তী ব্যথা, প্রদাহ ও ফোলা, যেমন : মাংসতন্তু ছিঁড়ে যাওয়া বা স্পেইন; অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রদাহ ও ফোলা, যেমন-দাঁত ও হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে; স্ত্রীরোগের ব্যথাযুক্ত এবং/অথবা প্রদাহের বিভিন্ন অবস্থা, যেমন প্রাইমারী ডিজমেনোরিয়া বা এডনেক্সাইটিস; মেরুদণ্ডের কোন ব্যথা; নন্-আর্টিকুলার রিউম্যাটিজম; নাক, কান ও গলার তীব্র ব্যথা ও প্রদাহযুক্ত ইত্যাদি ক্ষেত্রে সল্প মেয়াদে ব্যাবহার করা যেতে পারে ।
- রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis)
- অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis)
- অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস (Ankylosing Spondylitis)
- ডিসমেনোরিয়া (Dysmenorrhea)
- হালকা থেকে মাঝারি ব্যাথা (Mild To Moderate Pain)
- মাইগ্রেন (Migraine)
- বার্সাইটিস (Bursitis)
- টেন্ডিনিটিস (Tendinitis)
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় সাধারনত ডাইক্লোফেনাক গ্রহণ করা উচিৎ নয়। তারপর ও অন্য কোন
উপায় না থাকলে কেবল মাত্র তখনই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাইক্লোফেনাক নেয়া যেতে পারে। ডাইক্লোফেনাক এর সক্রিয় উপাদান মাতৃদুগ্ধে প্রবেশ করে; কিন্তু প্রবেশ মাত্রা এতই সামান্য যে কোন বিশেষ কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না।
ডাইক্লোফেনাক ব্যাবহারে যে পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেখা যেতে পারে তার মধ্যে আছে
- পেটে ব্যাথা (Abdominal Pain)
- কোষ্ঠকাঠিন্য (Constipation)
- ডায়রিয়া (Diarrhoea)
- বমি ভাব বা বমি (Nausea Or Vomiting)
- চামড়ায় ফুসকুড়ি (Skin Rash)
- টিনিটাস (Tinnitus)
মিসড ডোজ মনে পড়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেয়া উচিৎ। যদি তা পরবর্তী ডোজের জন্য প্রায় সময় বা তার কাছাকাছি মনে পরে তবে মিসড ডোজ বাদ দেওয়া উচিত।
অতিরিক্ত পরিমাণে (ওভার ডোজ) ডাইক্লোফেন্যাক (Diclofenac) গ্রহণ করে থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। অতিরিক্ত পরিমাণে ব্যাবহারের ফলে লক্ষণগুলি দেখা যেতে পারে, বিভ্রান্তি, বুকে ব্যথা, অস্পষ্ট দৃষ্টি ইত্যাদি । অত্যধিক
ডাইক্লোফেনাকের প্রতি অ্যালার্জি থাকলে এই ওষুধ দেয়া হয় না সেই সাথে পেপ্টিক আলসার , করোনারি আর্টারি বাইপাস সার্জারি (সি এ বি জি ) (Coronary Artery Bypass Surgery (Cabg)) এর ক্ষেত্রেও এই ওষুধ দেয়া হয় না। গর্ভ ধারনের ৩০ সপ্তাহ পরে থেকে ডাইক্লোফেনাক মেডিসিন টি সম্পূর্ণ নিষেধ। এছাড়াও অ্যালকোহল সেবন করলে ডাইক্লোফেনাক সেবন করা থেকে বিরত থাকতে হবে ।
অতি সম্প্রতি আমেরিকান কার্ডিয়াক সোসাইটির এক গবেষণায় বলা হয়েছে সবচেয়ে সহনশীল ব্যথানাশক হার্ট এটাকের জন্য দায়ী হতে পারে।
