পাবিপ্রবি ফার্মেসি বিভাগে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম শুরু

0
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে এম.ফিল ও পিএইচডি কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর)  সকালে ফার্মেসি বিভাগে এম.ফিল পিএইচডি প্রোগ্রামে নতুন ভর্তিকৃতদের অরিয়েন্টেশন প্রোগ্রাম  অনুষ্ঠিত হয়েছে।

 

অরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো সাবির হোসেন , ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আশীষ কুমার সরকার সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অধ্যাপক সাবির হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন নতুন এই কার্যক্রম শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নতুন বিভাগে এই কার্যক্রম সাহসী পদক্ষেপ।
বিভাগের চেয়ারম্যান জানান ” নতুন প্রোগ্রাম গুলোর কার্যক্রম শুরু করেছি। প্রোগ্রাম গুলো বিভাগের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে সম্প্রসারিত করবে।

 

মতামত দিন
Loading...