সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ফার্মাসিস্টদের ভুমিকা

সংক্রামক রোগ বলতে সেই সব রোগ বোঝায়, যেসব রোগ একজন থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই ছড়িয়ে পড়া শুধু মানুষ থেকে মানুষ নয়, পশু পাখি থেকে মানুষে, পশু পাখি থেকে পশু পাখির মাঝে, কিংবা মানুষ থেকে পশু পাখির মাঝে ছড়িয়ে পড়তে পারে।

সংক্রামক রোগ ছড়ানোর মাধ্যম গুলোর মধ্যে রয়েছে  স্পর্শ , যৌন সংস্পর্শ , খাদ্য ও পানীয় , বায়ু  , বিভিন্ন  ভেক্টর

হসপিটাল ফার্মাসিস্টদের ভুমিকা কি?  

সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বা রোগটি দ্বারা প্রভাবিত হয়েছে বা এখনও সংক্রমন দেখা দেয় নি এমন অবিচ্ছিন্ন দেশগুলির ক্ষেত্রে হসপিটাল ফার্মেসীগুলি উক্ত রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে  । এক্ষেত্রে হসপিটাল ফার্মাসিস্টরা মুল ভুমিকা পালন করে থাকে।

  • হসপিটাল ফার্মেসীগুলি ঐ রোগের সাথে প্রাসঙ্গিক ওষুধ, ডিভাইজ এবং অন্যান্য চিকিত্সা পণ্যগুলির পর্যাপ্ত স্টক সংরক্ষণ এবং চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকে ।
  •  রোগীর যত্ন নেয়া এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতকরণে অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের (ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট)  সাথে সহযোগিতা করে থাকে
  • হাসপাতালে রোগের বিস্তার প্রতিরোধ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করে থাকে।
  • সংক্রমিত ও অন্সংক্রমিত রোগীদের প্রয়োজনীয় তথ্য প্রদান এবং কাউন্সেলিং করে থাকে
  • সরবরাহকৃত ওষুধ ও পণ্যগুলির যথাযথ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা। উদাহরণস্বরূপ , স্বাস্থ্যসেবা পেশাদাররা যাতে নিয়মিত সঠিকভাবে তাদের মুখোশ পরেন তা নিশ্চিত করা।

কমিউনিটি ফার্মাসিস্টদের ভুমিকা কি? 

প্রাদুর্ভাব-প্রভাবিত এবং আক্রান্ত দেশগুলিতে কমিউনিটি ফার্মেসীগুলিই সবার আগে রোগের সংস্পর্শে আশে। সংক্রমিত রোগীরা প্রথমেই কমিউনিটি ফার্মেসীর দ্বারস্থ হন রোগ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে।   সংক্রমক রোগের সংক্রমন প্রতিরোধ ও বিস্তার রোধে  কমিউনিটি ফার্মাসিস্টদের বিশেষ ভুমিকা পালন করে থাকে । এগুলোর মধ্যে রয়েছে

  • ফার্মাসিউটিক্যাল পণ্যগুলি( রোগের সাথে প্রাসঙ্গিক ওষুধ, ডিভাইজ এবং অন্যান্য চিকিত্সা পণ্য)  পর্যাপ্ত স্টক সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী সরবরাহ করা
  •  জনসাধারণকে রোগ সম্পর্কে অবহিত করা বা কাউন্সেলিং করা
  • রোগ প্রতিরোধে করনীয় কর্মপদ্ধতি জনসাধারনকে জানান ও প্রচার করা
  • সঙ্ক্রামক রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কি কি করা যেতে পারে তা জনসাধারন কে অবহিত করা ও প্রচার করা ।

এফ আই পি অবলম্বনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *