ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

মাইসা তাসনিম মির্জা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে

0

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবসকে কেন্দ্র করে ‘ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি’ (BUPS)  একটি সচেতনমূলক ইভেন্টের আয়োজন করে।রবিবার  (০৯ ফেব্রুয়ারি)  আয়োজিত ইভেন্টটি তে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য রক্তদানের ব্যাবস্থা করা হয়ে  ,যেখানে বিশ্ববিদ্যালয়টির ৪৬ জন শিক্ষার্থী রক্তদান করে।

বাংলাদেশ রেড ক্রেসেন্ট সোসাইটি পরবর্তীতে সেগুলো সংগ্রহ করে ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। রক্তদানকারী প্রত্তেককেই ইন্সেপ্টা ফার্মাসিউটিক্যাল লিঃ এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।

এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টাফ ও সাধারণ জনগণের জন্য বিনামূল্যে রক্তচাপ, উচ্চতা ও ওজন মাপার ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় ৩৫ জন অংশগ্রহণ করে। ইভেন্টটি চলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ইভেন্টটির মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার নিয়ে সচেতনমূলক প্রচার, কারণ এখনকার জীবনে ক্যান্সার একটি প্রচলিত ও ভয়াবহ শব্দ।

ইভেন্টটি সুষ্ঠ ভাবে কার্যক্রমে যৌথভাবে সাহায্য করে ইন্সেপ্টা ফার্মাসিউটিকেলস লিঃ ও বাংলাদেশ রেড ক্রেসেন্ট সোসাইটি।

মতামত দিন
Loading...