ঔষধের মূল্য ঠিক করা হয় কিভাবে ?

দেশে উৎপাদিত ঔষধের মূল্য নির্ধারণ প্রক্রিয়া

0

ওষুধের মূল্য কিভাবে নির্ধারণ করা হয় ? কেন বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঔষধের মূল্য কেন ভিন্ন ? চলুন দেখি বিস্তারিত

ক) প্রাইমারী হেলথ কেয়ার তালিকাভুক্ত ঔষধের মূল্য:-

প্রাইমারী হেলথ কেয়ার তালিকাভুক্ত অধিকাংশ ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত আছে যাহা বেঞ্চ মার্ক হিসেবে অভিহিত। প্রাইমারী হেলথ কেয়ার তালিকাভুক্ত ঔষধের মূল্যকে সর্বোচ্চ খুচরা মূল্য বলা হয়।

১। প্রাইমারী হেলথ কেয়ার তালিকাভুক্ত ১১৭টি পদের বিভিন্ন ডোজেস ফরমের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা আছে। প্রতিষ্ঠান সমূহকে উক্ত মূল্য সীমার মধ্যে বিভিন্ন পদের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের নিমিত্তে নির্ধারিত ফরমেট মোতাবক প্রস্তাবনা দাখিল করতে হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সিং কর্তৃপক্ষ (ড্রাগস্) প্রস্তাবিত পদের মূল্য নির্ধারণ এবং মূল্যসনদ ইস্যু করে থাকে।

২। প্রাইমারী হেলথ কেয়ার তালিকাভুক্ত যে সকল ঔষধের মূল্য নির্ধারণ করা নেই অথবা কোন ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য নির্ধারণের প্রস্তাব করা হলে
সংশিষ্ট প্রতিষ্ঠানকে মূল্য বৃদ্ধির জন্য পদটির অ্যানেক্সারে বর্ণিত সক্রিয় ও সহযোগী উপাদানের ক্রয়ের Invoice ,B/E, Costing sheet সহ আবেদন করতে হয়। সে ক্ষেত্রে অধিদপ্তরে সংরক্ষিত রেকর্ড হতে উক্ত পদের Active ingredient & Excipient এর বিগত ৬(ছয়) মাসের মূল্যের গড়ের (HS. Code অনুযায়ী শুল্ক ও অন্যান্য খরচ ৮% ধরে) সাথে পদটির প্যাকিং ম্যাটেরিয়ালের মূল্য যোগ করে যে মূল্য দাঁড়ায় তাকে নির্ধারিত মার্কআপ দিয়ে গুণ করে মূল্য(ভ্যাট ব্যতিত) নির্ধারণ করা হয়।

সুত্রঃ {Price of RM ( Ac+Ex) + Price of PM} X Markup = MRP (without VAT)

নির্ধারিত মার্ক-আপ এর বিবরণঃ
১। পুনঃ মোড়কজাত (রিপ্যাকিং) ঔষধ – ১.৫০।
২। মুখে খাওয়ার সকল প্রকার ঔষধ (এণ্টিবায়োটিক ও জন্ম নিয়šত্রণের বড়ি ছাড়া) ও ট্রপিক্যাল প্রিপারেশন – ২.২৫।
৩। মুখে খাওয়ার সকল এণ্টিবায়োটিক ঔষধ – ২.৩০
৪। সকল স্টেরাইল ঔষধ ও জন্মনিয়šত্রণের বড়ি – ২.৮০
৫। সকল অ্যাসেপটিক প্রিপারেশন- ৩.৪০
৬। স্টেরয়েড ও হরমোন জাতীয় ঔষধ – ৩.৪০
৭। এণ্টিভাইরাল, এণ্টিফাংগাল, এণ্টিইনফেকটিভ ঔষধ -২.৩০
৮। সাসটেইন রিলিজ ট্যাবলেট/ক্যাপসুল-২.৮০।
৯। ডিসপারসিবল ট্যাবলেট – ৩.০০।

খ) প্রাইমারী হেলথ কেয়ার তালিকাবহির্ভূত ঔষধের মূল্যঃ

তালিকা বহির্ভুত ঔষধের মূল্যকে নির্দেশক মূল্য হিসেবে অভিহিত করা হয়।
প্রাইমারী হেলথ কেয়ার তালিকাবহির্ভূত ঔষধের মূল্য ম্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং- জনস্বাস্থ্য- ১/ঔষধ-১৮/৯৩/৬৩, তারিখ -২৬/০২/৯৪ মোতাবেক স্ব-স্ব ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারণ করা হয়ে
থাকে।

এ রূপ পদের মূল্য প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারণপূর্বক ভ্যাট প্রদানের নিমিত্তে মূল্য সনদের জন্য নির্ধারিত ফরমেট মোতাবক ঔষধ প্রশাসনে আবেদন দাখিল করতে হয়। মূল্য সনদের আবেদন পত্রের সহিত প্রস্তাবিত মূল্য, বৈধ মেয়াদের অ্যানেক্সার, সক্রিয় উপাদানের অনুমোদিত বণ্টকলিস্টের কপি , পুনঃনির্ধারণের ক্ষেত্রে ইতঃপূর্বে ইস্যুকৃত মূল্য সনদের কপি দাখিল করতে হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সিং কর্তৃপক্ষ (ড্রাগস্) শুধুমাত্র ভ্যাট প্রদানের নিমিত্তে মূল্যসনদ ইস্যু করে থাকে।

খ) আমদানীকৃত ঔষধের মূল্য নির্ধারণ প্রক্রিয়া
আমদানীকৃত ঔষধের সর্বোচচ খুচরা মূল্য নির্ধারণ করা হয়।
আমদানীকৃত ঔষধের সর্বোচচ খুচরা মূল্য নির্ধারণের জন্য ইন্ডেণ্ট, ইনভয়েস, ই/ঊ, আমদানী রেজিঃ সনদপত্রের
কপিসহ আবেদন করতে হয়। সর্বোচচ খুচরা মূল্য নির্ধারণের ক্ষেত্রে তিন ধরণের মার্ক আপ ব্যবহার করা হয়।

নির্ধারিত মার্ক-আপ
১। শুল্ক ও ভ্যাট ফ্রি এবং অন্যান্য করযুক্ত (AIT ৫% + ATV ৩%) পদের মার্ক আপ -১.৬০৮৬।
২। ভ্যাট ফ্রি, ৫% শুল্ক, এবং অন্যান্য করযুক্ত (AIT ৫% + ATV ৩%) পদের মার্ক আপ – ১.৬৮০৯।
৩। ৫% শুল্ক, ১৫% ভ্যাট এবং অন্যান্য করযুক্ত (AIT ৫% + ATV ৩%) পদের মার্ক আপ -১.৯০৩০।

মূল্য নির্ধারণের সূত্র  C&F Value- X Ex. Rate X Mark up = MRP

  • গ) দেশে উৎপাদিত ঔষধের কাঁচামালের মূল্য নির্ধারণ প্রক্রিয়া
    নির্ধারণের সময় তিনটি ফর্মুলা অনুসরণ করা হয়।(ক) কোন কাঁচামাল প্র¯তুত করতে যদি ৭.৫% অথবা উহার চেয়ে বেশী বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় তবে উক্ত কাঁচামালটির আমদানীকৃত বিগত ছয় মাসের গড়ের ল্যান্ডেড কস্টের সঙ্গে ২৫% যুক্ত করে উহার মূল্য(ভ্যাট ব্যতিত) নির্ধারণ করা হয়।
    (খ) যদি ৭.৫% এর কম অথবা কোন সাশ্রয় না হয় তবে আমদানীকৃত কাঁচামালের গত ছয় মাসের গড়ের ল্যান্ডেড কস্টের সহিত ২০% যুক্ত করে মূল্য (ভ্যাট ব্যতিত) নির্ধারণ করা হয়।
    (গ) যদি কোন বৈদেশিক মুদ্রার সাশ্রয় না হয়ে লোকসান হয় তবে এ ধরণের শিল্পকে নিরুৎসাহিত করা হয়।

দেশে উৎপাদিত ঔষধের খুচরা মূল্য নির্ধারণের জন্য এবং ঔষধের কাঁচামালের মূল্য নির্ধারণের জন্য ঔষধের মূল্য
নির্ধারণ কমিটি এবং মূল্য নির্ধারণের টেকনিক্যাল সাব কমিটি নামক দু’টি কমিটি রয়েছে।

মতামত দিন
Loading...