ট্রাইমেটাজিডিন হ’ল এনজাইনা পেকটরিস ড্রাগ যা বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়। ট্রাইমেটাজিডিনকে প্রথম সাইটোপ্রোটেক্টিভ অ্যান্টি-ইস্কেমিক এজেন্ট হিসাবে বলা হয় । এটি ফ্রান্সের ল্যাবরেটোরিয়াস সার্ভেআর নামক একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রথম উৎপাদন এবং বিপণন শুরু করে ।
ট্রাইমেটাজিডিন লং-চেইন 3-কিটো এসাইল-কোএ থায়োলেজ ব্লক করে ফ্যাটি অ্যাসিডের বিটা-অক্সিডেশন কে বাধা দেয় যার ফলে গ্লুকোজ অক্সিডেশন বেড়ে যায় ।এটি ট্রাইমেটাজিডিন হাইড্রোক্লোরাইড হিসেবে বাজারে পাওয়া যায় ।
নির্দেশনা : এ্যানজাইনা পেকটোরিস এর দীর্ঘমেয়াদী চিকিৎসায় এটি ব্যবহার করা হয় ।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : তীব্র বিষণ্ণতা , তীব্র রেনাল ফেইলিওর (যাদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স <১৫ মি.লি./মিনিট)।
পার্শ্ব প্রতিক্রিয়া : পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে যা অত্যন্ত বিরল।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: এড়িয়ে চলা উচিৎ।
[su_box title=”সতর্কীকরণ” style=”bubbles” box_color=”#f4f1f1″ title_color=”#f00f0f”]ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য শুধু মাত্র মৌলিক ধারনা হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু কোনভাবেই তা আপনার প্রকৃত চিকিৎসা নয়। ওষুধ গ্রহনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।[/su_box]