সেলফে ওষুধ সাজানোর পদ্ধতি

0

ঔষধের দোকান বা মডেল মেডিসিন সপে ঔষধ গুলো সঠিকভাবে বিন্যাস করা জরুরী। রোগীর প্রেসক্রিপশন অনুযায়ী দ্রুত, সঠিক, কাঙ্খিত ঔষধ খুঁজে পাওয়ার ক্ষেত্রে দোকানের সেলফে বা তাকে নিয়ম মেনে সঠিকভাবে ঔষধ সাজিয়ে রাখা খুব জরুরী।

সেলফে ওষুধ সাজানোর মূল লক্ষ্য হচ্ছে ঔষধ সঠিকভাবে সংরক্ষণ এবং ডিসপেন্সিং এর সময় সহজেই যেন কাঙ্খিত ঔষধ খুজে পাওয়া যায়৷

চলুন জেনে নেয়া যাক কিভাবে আমরা সঠিক ও সুন্দর ভাবে ঔষধ তাকে সাজিয়ে রাখতে পারি।

ওষুধ সমূহ এমনভাবে সাজাতে হবে যাতে ডিস্পেন্সিং এর জন্য সহজেই তা খুঁজে পাওয়া যায়।সেলফে বা তাকে ঔষধ নিচের বিন্যাস অনুযায়ী সাজিয়ে রাখতে পারেন।
• নামের আদ্যক্ষর অনুযায়ী ( জেনেরিক নামের ভিত্তিতে)
• ওষুধের ডোসেজ ফরম অনুযায়ী( ট্যাবলেট বা ক্যাপসুল, সিরাপ বা সাসপেনশন থেকে আলাদা)
• রোগীদের চিকিৎসায় প্রয়োগ অনুসারে, যেমনঃ এন্টিবায়োটিক,ম্যালেরিয়া প্রতিরোধক,ব্যথার ওষুধ ইত্যাদি,এটিই সবচেয়ে কার্যকর প্রক্রিয়া বা সহজেই অনুসরণ করা যায়
• বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ইঞ্জেকশনসমূহ এবং চর্মরোগের ওষুধসমূহের জন্য আলাদা স্থান নির্ধারণ করা উচিত

সহজে খুঁজে পাওয়ার জন্য তাকের উপর সকল ওষূধ এমনভাবে রাখা উচিত যাতে ওষুধ বা ওষুধের লেবেল এবং নাম পরিষ্কারভাবে দেখা যায় এবং পড়া যায়।সেবনের ধরণের উপর ভিত্তি করে নিচের পদ্ধতিতে ওষুধ সাজাতে পারেন।

উপরের তাক : উপরের তাকে ট্যাবলেট,ক্যাপসুল,হালকা সামগ্রী যা একটু বেশি জায়গা নেয়, যেমনঃ সিরিঞ্জ তুলা ইত্যাদি রাখতে পারেন । উপরের তাকে যেসকল ওষুধ সাধারণত কম ডিস্পেন্সিং করা হয় সেগুলো রাখতে পারেন৷ যে সকল ওষুধ তাপ সহ্য করতে পারে না সেগুলি উপরের তাকে রাখা যাবে না কারন উপরের দিকে ছাদ থাকায় রোদে বেশী তাপ ধারন করতে পারে ফলে ছাদে দিকে তাপমাত্রা বেশী থাকে৷

মাঝের তাক : মাঝের তাকে সিরাপ,মুখে খাওয়ার সাসপেনশন ইত্যাদি যেমনঃ এমোক্সিসিলিন, ম্যাগনেসিয়াম ট্রাই সিলিকে্ট মিক্সচার ইত্যাদি। এই তাকে সলিড ওষুধ যেমনঃ ট্যাবলেট,ক্যাপসুল রাখা যাবে তবে তা তরল ওষুধের নিচে রাখা যাবে না,এতে কোন বোতল ভেঙ্গে গেলে অন্য ওষুধ নষ্ট হবে না। বহুল প্রচলিত বা যে সব ঔষধ মাঝের দিকে রাখার চেষ্টা করতে হবে যেন সহজেই পাওয়া যায়।

নিচের তাক : ভারী এবং বড় সাইজের পণ্য যেমনঃ জীবাণুনাশক বা এর কোন তরল ঊপস্থাপনা, ত্বকে ব্যবহারের ক্রিম বা মলম ইত্যাদি। সরাসরি মেঝেতে কোন ওষুধ রাখা ঠিক নয় এতে ঔষধ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে৷

ঔষধ সঠিক ও সুন্দর ভাবে সাজিয়ে রাখলে কি কি সুবিধা পাওয়া যাবে?
• সহজ ডিসপেন্সিং নিশ্চিত করে;
• ওষুধ কি পরিমাণ মজিদ আছে তা বুঝতে সাহায্য করে;
• সবকিছু পরিবর্তন না করে নতুন ওষুধের মজুদ যোগ করেত সাহায্য করে;
• দক্ষ কর্মীকে দোকানের ওষুধের মজুদের অবস্থান এবং তাদের বিক্রয় ও ব্যবহার বুঝতে সহায়তা করতে হবে।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করেই ঔষধসমূহ সংরক্ষণ করতে হবে।

প্রেসক্রিপশন ড্রাগ / ওটিসি ড্রাগ ও অন্যান্য ঔষধ গুলোর আলাদা নামের লেবেল লাগিয়ে তাকের উপর রাখতে হবে।

তাক/সেলফ তৈরীর করার ক্ষেত্রে স্টেইনলেস স্টিল, কাঠ, পার্টিকেল বোর্ড ব্যবহার করতে পারেন৷ কিছু ক্ষেত্রে প্রদর্শনযোগ্যতা বাড়ানোর জন্য কাঁচ ব্যবহার করা যেতে পারে তবে না ব্যবহার করাই উওম। কাঁচ সহজে ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে৷ বর্তমানে পার্টিকেল বোর্ড বেশ জনপ্রিয় হচ্ছে৷

মতামত দিন
Loading...