দেশব্যাপী ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপনের সাথে সঙ্গতি রেখে ২৫ সেপ্টেম্বর (রবিবার) ফার্মেসী স্টুডেন্টস’ এসোসিয়েশন (বিপিএসএ), জাবি -এর আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগও প্রথমবারের মতো এ দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করে।
সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’- এর ব্যানার ছাড়াও তাদের হাতে ছিল স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের অবদান এবং বাংলাদেশের বাস্তবতায় তাদের চাওয়া-পাওয়া ও দাবি-দাওয়া সম্বলিত রং-বেরংয়ের প্ল্যাকার্ড-ফেস্টুন। র্যালি শেষে শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগে এক নাতি-দীর্ঘ আলোচনা সভায় মিলিত হয়ে দেশে এই পেশাকে এগিয়ে নিতে আজকের দিনে ফার্মেসী শিক্ষার্থী ও পেশাজীবীদের করণীয়ের উপর আলোকপাত করেন।
পাশাপাশি দেশের স্ব্যাস্থ্য সেবার উন্নয়নে ফার্মাসিস্টদের যথাযথ ভূমিকা নিশ্চিতে সরকার ও দেশের স্বাস্থ্য বিভাগের যে সব আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেয়া দরকার তাও এ সভায় গুরুত্বের সাথে আলোচিত হয়।