আধুনিক ফার্মেসির জনক

উইলিয়াম প্রক্টর জুনিয়র

0

উইলিয়াম প্রক্টর, জুনিয়র ১৮১৭ সালের ৩ মে বাল্টীমরে  জন্ম গ্রহণ করেন।

ফিলাডেলফিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন তিনি ২০ বছর সেখানে ফার্মেসির অধ্যাপক হিসেবে কাজ করেন; আমেরিকান ফার্মাসিউটিক্যাল সমিতি প্রতিষ্ঠা করার পেছনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন ; সেখানে তিনি প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে সভাপতির  দায়িত্ব পালন করেছেন।

তিনি ইউনাইটেডষ্টেট ফার্মাকপিয়া (ইউ এস পি ) র  রিভিশন কমিটিতে ৩০ বছর কাজ করেছেন; আমেরিকান জার্নাল অফ ফার্মেসি এর ২২ বছর সম্পাদক ছিলেন। ১৮৬৯ সালে তিনি  অবসর গ্রহণ করলেও, প্রক্টর একটি ছোট প্রকাশনায় জার্নাল সম্পাদনা অব্যাহত রাখে।

১৯৭৪ সালের ৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যু বরণ করেন।

মতামত দিন
Loading...