ড্রাগ ইন্টারেকশন কি?

0

যখন দেহের ভেতর দুই বা ততোধিক  ঔষধ একে অপরের সাথে ক্রিয়া করে তাঁকে ড্রাগ ইন্টারেকশন (মিথস্ক্রিয়া) বলা হয় । ঔষধ নেয়ার আগে এই বিষয় টা অবশ্যই খেয়াল রাখতে হবে । ঔষধগুলোর মধ্যে এই  মিথস্ক্রিয়া কারণে আপনি অনেক  অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারেন । দেখা গেল  এক সমস্যার করনে আপনি ঔষধ  খাচ্ছেন , ঔষধ  খাওয়ার পর দেখা গেল আপনার অন্য কিছু সমস্যা হচ্ছে । যা কখনই গ্রহণযোগ্য নয় । আপনি এটা কখনই চাইবেন  না ।

ড্রাগ ইন্টারেকশন হতে পারে ওষুধ গুলোর মধ্যে , যে খাবার বা পানীয় নিচ্ছেন তার সাথে অথবা যে কোন মেডিকেল কন্ডিশন ( আপনার উচ্চ রক্ত চাপ থাকতে পারে , ডায়বেটিস বা অন্য শারীরিক সমস্যা )  এর সাথে এই মিথস্ক্রিয়া হতে পারে ।

একটি ঔষধ গ্রহণ করার আগে,আপনার ডাক্তার বা ফার্মাসিস্ট এর কাছ থেকে  জিজ্ঞাসা করে যে বিষয়গুলো জেনে নেয়া দরকার

  • এই ওষুধের সাথে অন্য কোন ওষুধ নেয়া যাবে কি না ?
  • এই ওষুধ এর সাথে কোন অন্য কিছু খাবার,পানীয় বা অন্যান্য এড়িয়ে চলবো কি না ?
  • এই ওষুধের সম্ভাব্য মিথস্ক্রিয়া ( সমস্যা , পারশপতিক্রিয়া ) লক্ষণগুলি কি হতে পারে ?
  • এই ওষুধ কিভাবে আমার শরীরের কাজ করবে?
  • এই ওষুধ সম্পর্কে আরও জানতে পারি কি ভাবে ( যদি আপনার ইচ্ছা থাকে)

এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন । বিশেষ করে যদি আপনি গর্ভধারণ করে থাকেন অথবা যদি আপনি শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে অবশ্যই যে কোন ওষুধ গ্রহণের বেলায় সচেতন হতে হবে ।

ইউএসএফডিএ অবলম্বনে

মতামত দিন
Loading...