অ্যান্টিবায়োটিক কি ?

0

সবচেয়ে বেশি ব্যবহৃত ঔষধগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক প্রধান ।অ্যান্টিবায়োটিক মূলত  ব্যাকটেরিয়ার উপর কাজ করে এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিরাময় করে থাকে , এটি ব্যাকটেরিয়া কে মেরে ফেলে অথবা দুর্বল করে দেয় যাতে ব্যাকটেরিয়া নতুন সংক্রমন সৃষ্টি করতে না পারে । এগুলো জৈব-রাসায়নিক ঔষধ যা অণুজীবদের বিশেষ করে ব্যাক্টেরিয়া মেরে ফেলে বা বৃদ্ধিরোধ করে। সাধারানতঃ এক এক অ্যান্টিবায়োটিক এক এক ধরনের প্রকৃয়ায় অন্যান্য অণুজীবের বিরুদ্ধে কাজ করে।

প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিস্কার হয়েছিল ১৯২৭ সালে। স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক  আবিষ্কার করেন। । আজ, ১০০ এর বেশি আলাদা এন্টিবায়োটিক পাওয়া যাচ্ছে ।

ভাইরাল সংক্রমণের (ভাইরাল ইনফেকশন)  উপর অ্যান্টিবায়োটিকের  কোন প্রভাব নেই ।বিভিন্ন ব্যাক্টেরিয়া ও ছত্রাক  অ্যান্টিবায়োটিক তৈরি করে। সর্দি, কাশি, জ্বরের মত সাধারন রোগের জন্য আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই এন্টিবায়োটিক সেবন করি যা একদমই ঠিক নয়।

মতামত দিন
Loading...