বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০১৯

0

প্রতি বছরের ন্যায় এবারও  ২৫ সেপ্টেম্বর ( বুধবার)  বিশ্ব ফার্মাসিস্ট  দিবস পালন করা হবে। ফার্মেসী পেশার সাথে সংশ্লিষ্ট সকলে এই দিনটি বেশ আড়ম্বরে পালন করে থাকে৷

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ এই দিবসটি পালন করে থাকে৷

        “Safe and effective medicines for all”

এই বছরের বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য হিসেবে নির্ধারন করা হয়েছে ।যার বাংলা ভাবানুবাদ

সকলের জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ

বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ, বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান , ওষুধ প্রশাসন অধিদপ্তর ও বিভিন্ন ফার্মেসী পেশাজীবী সংগঠনের উদ্যোগে ঢাকাসহ বড় বিভাগীয় ও জেলা শহরগুলোতে উৎসাহের সঙ্গে র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি,সেমিনার ও বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পালনের মাধ্যমে দিবসটি নিয়মিত পালন হয়ে আসছে।

২০১৯ সালের থিমের লক্ষ্য ওষুধের সঠিক ব্যবহার এবং ওষুধের ত্রুটিগুলি হ্রাস করার মাধ্যমে রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রচার করা।

এবারের ফার্মাসিস্ট দিবস সম্পর্কে এফ আই পি ‘ র প্রেসিডেন্ট ডমিনিক  জর্ডান বলেছেন

“Pharmacists use their broad knowledge and unique expertise to ensure that people get the best from their medicines. We ensure access to medicines and their appropriate use, improve adherence, coordinate care transitions and so much more. Today, more than ever, pharmacists are charged with the responsibility to ensure that when a patient uses a medicine, it will not cause harm”,

মতামত দিন
Loading...