ট্রাইক্লোসান সৃষ্টি করতে পারে ক্যান্সার

সাম্প্রতিক সময়ে একটি গবেষণা বলছে,ট্রাইক্লসান নামক একটি উপাদান  যা ক্ষতিকর , যার কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।

triclosan এর ছবির ফলাফল

ট্রাইক্লোসান (কখনও কখনও সংক্ষেপে টিসিএস বলা হয় ) টুথপেস্ট, সাবান, ডিটারজেন্টস, খেলনা এবং সার্জিকাল পরিষ্কারের বিভিন্ন উপাদানে ব্যবহার করা হয় যা পণ্যগুলিতে  অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল এজেন্ট হিসেবে কাজ করে।
ট্রাইক্লোসান ১৯৬০ সালে দিকে প্রথম ব্যবহার করা হয়। ২০১৭ সালের ডিসেম্বরে এফডিএ ট্রাইক্লসান যুক্ত কিছু পণ্য বাজারজাতে নিষেধাজ্ঞা জারি করে । ২০১৯ এর মে পর্যন্ত,এফডিএ ট্রাইক্লোসানের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে গবেষণা এবং সুরক্ষা পর্যালোচনা করে ।

 

এদিকে জনপ্রিয় কোলগেট ব্র্যান্ডের টুঠপেস্ট এ ট্রাইক্লসান থাকায় দেখা দিয়েছে সমালোচনা।

সাম্প্রতিক সময়ে টক্সিকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত ব্যবহারের ফলে ট্রিকলোসান উপাদান ক্যান্সারের সেলের বৃদ্ধি ঘটাতে পারে। তবে এবারই প্রথম এ ধরনের তথ্য প্রকাশ পায়নি। বরং এর আগেও এ ধরনের গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানেও বলা হয়েছে যে, এ ধরনের উপাদান মানুষের শরীরে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।

মানুষের চামড়া ভেদ করে শরীরে প্রবেশের ক্ষমতা রয়েছে ট্রাইক্লসান নামের এই রাসায়নিক উপাদানটির। এটি শরীরে ঢুকে বিভিন্ন হরমোন এবং বিভিন্ন গ্রন্থীর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *