আই ক্যান রাইট মাই সিভি: পর্ব ৮

আনোয়ার মোরছালিন

0

এবার সিভি’ র ফরমেট নিয়ে আলোচনা করব। আমি একটি ফরমেট এখানে বলছি। আপনার পছন্দমত অন্য কোন ফরমেট অনুযায়ী CV তৈরী করতে পারেন।CV র প্রথম পৃষ্ঠার উপরে মাঝ বরাবর Curriculum Vitae কথাটি বড় বোল্ড ফন্টে লিখবেন। এরপর উপরে বাম দিকে নিজের নাম, পরিচয়, ফোন নম্বর, ইমেইল এড্রেস, যোগাযোগের ঠিকানা ইত্যাদি উল্লেখ করবেন। এতে CV reader আপনার সম্পর্কে প্রাথমিক ধারণা পাবেন এবং আপনার সাথে যোগাযোগের মাধ্যম জানবেন। উপরে ডানদিকে রঙিন ছবি attach করবেন।

এরপর নিচের ফরমেট অনুযায়ী CV লিখবেন।

Major work areas
প্রার্থী কোন কোন কাজের বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ তা উল্লেখ করবেন এই অংশে। এই অংশটি পড়লে CV reader প্রার্থীর কাজের ক্ষেত্রগুলি সম্পর্কে জানতে পারবেন।

Career summary
প্রার্থী তাঁর ক্যারিয়ার, অভিজ্ঞতা, দক্ষতা ও কোন বিশেষ অর্জন থাকলে সম্পর্কে সংক্ষেপে এই অংশে লিখবেন। প্রার্থী মূলত তার ক্যারিয়ার সম্পর্কে সংক্ষেপে একটি স্পষ্ট ধারণা দিবেন এই অংশে।

Extracurricular activities
অনভিজ্ঞ প্রার্থীরা এই অংশটি ব্যবহার করবেন। তাঁরা কি কি event কিংবা কার্যক্রমে অংশ নিয়েছেন তা সুনির্দিষ্টভাবে লিখবেন। এই অংশ উল্লেখ করার মাধ্যমে একজন অনভিজ্ঞ প্রার্থী একাডেমিক শিক্ষার পাশাপাশি তাঁর যোগ্যতা ও দক্ষতাকে তুলে ধরবেন।

Career objective
প্রার্থী ক্যারিয়ারে যে জায়গায় পৌঁছতে চান, অথবা দীর্ঘমেয়াদে যা অর্জন করতে চান তা উল্লেখ থেকে। এটির মাধ্যমে প্রার্থীর আত্মবিশ্বাসী মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

Key personal qualities
প্রার্থী এই অংশে তাঁর প্রধান প্রধান ব্যক্তিগত গুনগুন গুলো লিখবেন। এখান থেকে তাঁর ব্যক্তিত্ব এবং তাঁর সম্ভাব্য কর্ম কৌশল সম্পর্কে জানা যায়।

Major achievements in present company
এই অংশে প্রার্থী সর্বশেষ অর্জন ও দক্ষতা সম্পর্কে লিখবেন।

Career history
প্রার্থী সকল জবের তালিকা এবং বিবরণ থাকবে এই অংশে। প্রথমে থাকবে সর্বশেষ জবের বিবরণ এরপর ক্রমান্বয়ে সর্বপ্রথম জবের কথা থাকবে সব শেষে।

Education
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিবরণ লিখতে শুরুতেই লিখতে হবে সর্বশেষ ডিগ্রির কথা। এবং সবশেষে সর্বপ্রথম ডিগ্রি উল্লেখ করতে হবে।

Training received
প্রার্থী যেসব প্রফেসনাল ট্রেইনিং এ অংশ নিয়েছেন তা উল্লেখ করবেন। এক্ষেত্রেও সর্বশেষ ট্রেইনিং এর কথা শুরুতে থাকবে।

Computer literacy
কম্পিউটার সম্পর্কে প্রার্থীর কি কি দক্ষতা আছে তা উল্লেখ করতে হবে।

Personal details
এই অংশে ব্যক্তিগত তথ্য সমূহ উল্লেখ থাকবে। নাম, ঠিকানা ইত্যাদি।

Professional affiliation
প্রার্থী কোন professional organization এর সাথে যুক্ত থাকলে তা উল্লেখ করবেন।

Voluntary activities
প্রার্থী বিশেষ কোন কাজের সাথে যুক্ত থাকলে তা উল্লেখ করবেন এই অংশে। সামাজিক কোন কাজ ইত্যাদি।

Language proficiency
প্রার্থী তাঁর ভাষার দক্ষতা সম্পর্কে লিখবেন এই অংশে।

Hobbies and interest
প্রয়োজন মনে করলে উল্লেখ করবেন।

Referees
অন্তত দুজন ব্যক্তির নাম দিতে হবে যাঁরা প্রার্থী সম্পর্কে রিক্রুটারকে পজিটিভ কথা বলবেন।

Signature and date
সবশেষে প্রার্থী তারিখ সহ স্বাক্ষর করবেন।

সকল তথ্য হবে সঠিক, সুনির্দিষ্ট, প্রসঙ্গিক ও মূল্যায়নযোগ্য। প্রতিটি কাজের সময়কাল উল্লেখ করতে হবে। যতটা সম্ভব জেনেরিক বা গড়পড়তা কথা এড়িয়ে চলতে হবে।

CV তে hard skill গুলো গুরুত্ব দিয়ে লিখতে হবে। soft skill গুলো সব জবের জন্যই প্রযোজ্য।

Hard skill যেমন job related performance skill, computer skill, qualification, language skill ইত্যাদি গুরুত্বের সাথে উল্লেখ করতে হবে। অপরদিকে soft skill গুলো যেমন communication skill, leadership, teamwork ইত্যাদি সব জবের জন্য প্রযোজ্য।

সিভি লিখতে হবে জবের প্রয়োজন অনুযায়ী। জব সার্কুলারে যা চাওয়া হয়েছে তা সিভিতে উল্লেখ থাকতে হবে।

সিভি লেখার পর বারবার check করতে হবে। কোন বানান, গ্ল্যামার বা তথ্য ভুল থাকা চলবে না।

আপনি এবার এই ফরমেট অনুযায়ী CV লিখুন। আপনি ইচ্ছে করলে Career objective শুরুতে লিখতে পারেন। অথবা অন্য কোন পছন্দের ফরমেট নিয়েও ভাল CV তৈরী করা যায়।

পড়ুন: আই ক্যান রাইট মাই সিভি: ৯ম পর্ব 

মতামত দিন
Loading...