সাপ্লাইচেইন ডিপার্টমেন্ট এ চাকুরীর প্রস্তুতি 

0
মার্শিয়াল বা সাপ্লাইচেইন ডিপার্টমেন্ট ফার্মাসিউক্যাল কোম্পানির একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। এটি হেড অফিস বেজ একটি ডেক্সজব।

ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে ফার্মাসিস্টদের বিজনেস গ্রাজুয়েটেরও কাজ করার সুযোগ রয়েছে৷ যদিও ফার্মাসিউক্যাল ব্যাতিত অন্যন্য প্রতিষ্ঠানে বিবিএ গ্রাজুয়েট বা ইন্জিনিয়ারিং গ্রাজুয়েটরা কাজ করার সুযোগ পায়৷ ফার্মাসিউটিক্যালে যেহেতু ফার্মা গ্রেডের র ম্যাটেরিয়াল, প্যাকেজিং, মেশিনারি, সাপোর্ট প্রয়োজন হয় তাই ফার্মাসিস্টদেরকে এখন এই সকল ডিপার্টমেন্টে প্রাধান্য দেয়া হয়। কিছু ফার্মাসিউটিক্যালে সাপ্লাইচেইন আবার কিছু প্রতিষ্ঠানে কমার্শিয়াল ডিপার্টমেন্ট নামে বলা হয়৷

এবার আসি আমরা সাপ্লাইচেইন বা কমার্শিয়াল ডিপার্টমেন্টের কাজ সম্পর্কে। একদম সহজ এককথায় বললে সাপ্লাইচেইন ডিপার্টমেন্ট এর কাজ হচ্ছে প্রকিউরমেন্ট বা সোর্সিং৷

ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলোতে প্রতিনিয়ত বিভিন্ন র ম্যাটেরিয়াল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, মেশিন এগুলো কেনার প্রয়োজন হয়৷ জাতীয় ও আন্তর্জাতিক বাজার থেকে এসবের সোর্সিং করা হয়৷ এগুলোর জন্য প্রোপার রিলায়েবল সোর্স বা ভেন্ডর খুজে বের করা, তাদের সাথে যোগাযোগ করা, এরজন্য এলসি খোলা, ডিস্ট্রিবিউশন চ্যানেল মেইনটেইন করা, শিপমেন্ট, ফলোআপ, রিপোর্টিং করা। প্রডাক্টের ফিউচার এক্সপানশন, ডিমান্ড এবং এর সাথে সংযুক্ত ঝুঁকি বিষয় মাথায় রেখে সোর্সিং কৌশলগুলি তৈরি করা৷ cGMP গাইডলাইন মেনে মেনে সমস্ত বায়িং, শিপিং, স্টোরেজ এবং ইনভেন্টরি পরিচালনা করা, ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য মানসম্মত কাঁচামাল সংগ্রহ করা; পণ্য উৎপাদন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করা ও রেকর্ড রাখা; পণ্যের উৎপাদন ও মান নিয়ন্ত্রণে জড়িত ডিপার্টমেন্ট গুলোর সাথে (প্রোডাকশন, আর এন্ডডি, পিপিআইসি, ওয়্যারহাউজ, ইন্জিনিয়ারিং ) যোগাযোগ রাখা ;
জাতীয় ও আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল এবং উত্পাদন সরবরাহ সোর্সিং সহ ক্রয় এবং শিপিং সহ সরবরাহ শৃঙ্খলের সমস্ত দিক পরিচালনা করা।
র এবং প্যাকেজিং ম্যাটেরিয়াল ছাড়াও বিভিন্ন মেশিন, ইকিউপমেন্ট, স্পেয়ার পার্টস, প্রমোশনাল/ ব্রান্ডিং ম্যাটেরিয়াল এসবও সোর্সিং করে থাকে কমার্শিয়াল ডিপার্টমেন্ট।

এছাড়াও কোম্পানির ট্রেড রিলেটেড বিভিন্ন লাইসেন্স (ট্রেড লাইসেন্স, চেম্বার সদস্যপদ, ইনডেন্টিং লাইসেন্স, প্রয়োজনে পরিবেশগত লাইসেন্স, সিএন্ডএফ, বীমা প্রিমিয়াম এবং কাস্টমস ডিউটির বিভিন্ন বিল চেক করা, একাউন্টস ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে সাপ্লায়ার দের পেমেন্ট হ্যান্ডলিং করা এসব কাজ করে থাকে

এবার আসি সাপ্লাইচেইন ডিপার্টমেন্টে জব এর জন্য ফার্মেসী গ্রাজুয়েটদের যেসকল বিষয়ে জানা থাকা প্রয়োজন।
ফার্মাকোলজি ও ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ভালোভাবে পড়তে হবে৷

Pharmaceutical Excipient and its classifications, API, বিভিন্ন ক্লাসের ড্রাগের উদাহরণ, Storage conditions definition, ERP, TT, SAP, Shiping, LC, Basic Pharmacy related definitions, LIFO, FIFO, Storage conditions, Dispensing related terms and instruments, PPIC, MMIC, packaging materials, sampling, GRN, product Stock, stock rotation, purchase order, packing material, pharmaceutical excipient, packaging materials, storage conditions definition, inventory control, ERP, sampling, labelling, material handling, environmental satety, Good warehouse Practices, GMP, CGMP, HVAC, order point, order quantity, supply and demand, lead time, forecasting, work order, different Between buying and procurement, good distribution practices warehouses and store, raw material, packaging materials, finished good, Container label ( quarantine, hold, release, approved, reject) , quarantine area, challan, COA, Invoice, batch or lot, expiry date, shelf life, ESH, retest date, supply chain and supply chain design, differences between supply chain and value chain, different Between logistics and supply chain management, MSDS,SKU, PR, PO, MRN, BOM, BOE, SPR,.Responsibilities of supply chain executive.

English Freehand writing, Analytical Ability, কোম্পানি আপডেট, টপ প্রোডাক্ট, প্রোডাক্ট পোর্টফোলিও সম্পর্কে বিস্তারিত ধারনা থাকলে হবে৷

লেখক:: নাজমুল ইসলাম আবির , ফার্মাসিস্ট, দেশীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত। 

মতামত দিন
Loading...