ওলোপ্যাটাডিন (Olopatadine)

ওলোপ্যাটাডিন একটি অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জির কারণে চোখের চুলকানি এবং লাল ভাব দূর করতে ব্যবহার করা হয়। কন্টাক্ট লেন্স পরা কারণে চোখের জ্বালা চিকিত্সার জন্য এই ওষুধটি সুপারিশ করা হয় না। এটি কন্টাক্ট লেন্স দ্বারা শোষিত হতে পারে তাই এটি দেয়া হয় না ।


এটি আই (চোখের) ড্রপ এবং কিছুক্ষেত্রে ন্যাজাল (নাক) স্প্রে হিসাবেও ব্যবহৃত হয়।

নির্দেশনা : এলার্জিক কনজাংকটিভাইটিস ।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : ওলোপ্যাটাডিন হাইড্রোক্লোরাইডের প্রতি অতি
সংবেদনশীলতা।

পার্শ্ব প্রতিক্রিয়া : মাথা ব্যথা, দুর্বলতা, ঝাঁপসা দৃষ্টি, চোখে জ্বালা পোড়া, কাঁটা বেঁধার মত যন্ত্রনা,
কোল্ড সিনড্রোম, চোখের শুষ্কতা, হাইপারেমিয়া, অতিসংবেদনশীলতা।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভস্থ শিশুর ঝুঁকির মাত্রার উপর বিবেচনা করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

 

[su_box title=”সতর্কীকরণ” style=”bubbles” box_color=”#f4f1f1″ title_color=”#f00f0f”]ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য শুধু মাত্র মৌলিক ধারনা হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু কোনভাবেই তা আপনার প্রকৃত চিকিৎসা নয়। ওষুধ গ্রহনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।[/su_box]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *