তাহলে তারা স্টেবিলাইজার হিসেবে জেলাটিনের বিকল্প হিসেবে কি ব্যবহার করেছে। জেলাটিন ছাড়াও ল্যাকটোজ, সুক্রোজ, সরবিটল, ডেক্সট্রান, হেমাজেল, অ্যালবুমিন ইত্যাদিও স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা যায়। ভ্যাকসিনের স্টেবিলাইজার হিসেবে সয়া প্রোটিন বা সুক্রোজের কর্মক্ষমতা শুয়োরের জেলাটিন থেকেও সন্তোষজনক।
এখন দেখা যাক কোভিড-১৯ ভ্যাক্সিনে কি জেলাটিন না অন্য কিছু স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হয়েছে। বায়োএনটেক, মডারনা, অ্যাস্ট্রোকেনেকা কোনটিতেই স্টেবিলাইজার হিসেবে জেলাটিন ব্যবহার করা হয়নি। এই তিনটি ভ্যাক্সিনেই স্টেবিলাইজার হিসেবে সুক্রোজ ব্যবহার করা হয়েছে। সিনোভ্যাক, সিনোফার্ম, ক্যানসিনো, গামালিয়া ভ্যাক্সিন, জনসন এন্ড জনসনের ভ্যাক্সিন ও নোভাভ্যাক্স এই ভ্যাক্সিনগুলোতে জেলাটিন ব্যবহার করা হয়েছে কিনা প্রস্ততকারকরা তার বিবৃতি এখনো প্রকাশ করেনি। তাই এখন পর্যন্ত নিশ্চিত না যে তারা স্টেবিলাইজার হিসেবে কি ব্যবহার করেছে। যেহেতু বায়োএনটেক, মরডানা , অ্যাস্ট্রোজেনেকা এই তিনটি ভ্যাক্সিনেই জেলাটিন ব্যবহার করা হয়নি তাই এই তিনটি ভ্যাক্সিন ব্যবহারে ইসলামী আইনে কোন বাধা নেই।
লেখক: সিনিয়র মাইক্রোবায়োলজিষ্ট , এসিআই হেলথকেয়ার লিমিটেড।